ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে অসংক্রামক রোগ গবেষণার আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ০৫:৩৩, ৩ অক্টোবর ২০১৬

বঙ্গবন্ধু মেডিক্যালে অসংক্রামক রোগ গবেষণার আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে অসংক্রামক রোগ গবেষণার আঞ্চলিক কেন্দ্র। এতে সহায়তা দিচ্ছে আমেরিকার শিকাগো ইউনিভার্সিটি। রবিবার কেন্দ্রটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশ্বে ভারত, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, মালয় ও লাতিন আমেরিকায় এ ধরনের আঞ্চলিক কেন্দ্র অসংক্রামক রোগ বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, দেশে অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে অসুস্থ মানুষদের ৬১ শতাংশই অসংক্রামক রোগে আক্রান্ত। দেশের ১৫ বছর বা তার বেশি বয়সীদের ৯৭ শতাংশের কমপক্ষে একটি সংক্রামক রোগের ঝুঁকি আছে। আর এই জনগোষ্ঠীর অর্ধেকের আছে দুটি রোগের ঝুঁকি। তাই যথাযথ গবেষণার মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধে জাতীয় দিকনির্দেশনা তৈরি করা দরকার। এতে অনেক রোগী অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পাবে। রবিবার বিশ্ববিদ্যায়ের বি ব্লকের নিচতলায় শহীদ ডাঃ মিলন হলে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এ্যান্ড ইনফরমেটিক বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ।
×