ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এখন জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৮, ৩ অক্টোবর ২০১৬

শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এখন জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২ অক্টোবর ॥ আন্দোলনের নামে খালেদা জিয়া যুদ্ধাপরাধী জামায়াতকে নিয়ে দেশজুড়ে নাশকতা, অগ্নিসংযোগ চালিয়ে মনে করেছিল শেখ হাসিনার পতন হবে। কিন্তু শেখ হাসিনা দৃঢ়চিত্তে সে হুমকি, সে নাশকতা মোকাবেলা করেছেন। দেশের জনগণ আজ জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ঢাকার গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গীরা দেশী-বিদেশী নাগরিক ও পুলিশকে হত্যা করে জঙ্গীবাদের উত্থান করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা দৃঢ় অবস্থান নেয়ায় সেনাবাহিনী ও পুলিশ ওই জঙ্গীদের অপতৎপরতা রুখে দিয়েছে। জীঙ্গবাদ রুখতে শেখ হাসিনা বিশ্বের কাছে আজ পরিচিত নাম হয়েছে। দেশের আনাচে-কানাচে আজ জঙ্গীদের অবস্থান চিহ্নিহ্নত করে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। রবিবার বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাটের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে কথাগুলো বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ১৪ দলের জেলা সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ জাবির সাবেক ভিসি জাসদ নেতা ড. আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের এমএ গনি, গণআজাদী লীগের মুহাম্মদ আতা উল্লাহ খান, বাসদ নেতা রেজাউল করিম খান, তরিকত ফেডারেশনের নেতা এমএ আওয়াল এমপি, জাতীয় পার্টির (মঞ্জু) নেতা এজাজ আহম্মেদ মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি প্রমুখ। মোহাম্মদ নাসিম আরও বলেন, শেখ হাসিনা নির্বাচনের আগে কথা দিয়েছিলেন ১০ টাকা কেজিতে চাল গরিবদের খাওয়াবেন। আজ গরিবরা সে চাল পাচ্ছে। অনেকেই বলেছিলেন যুদ্ধাপরাধীদের বিচার করার সাহস কারও নেই। শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনীদের বিচার করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার করে অপরাধীদের সাজা দিয়েছেন। সে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, আজ ছেলেমেয়েরা পহেলা জানুয়ারি এলেই বিনামূল্যে বই পায়। সারাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। পদ্মা সেতুর কাজ পুরোদমে চলছে। সারাদেশে কমিউনিটি সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হতে চলেছে। মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মীদেরও আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন। জনসভা শুরুর আগে মোহাম্মদ নাসিম জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পাঁচবিবির খাসবাগুড়ি কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। এছাড়া নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
×