ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রেনের চেয়ে বেশি গতির সাইকেল!

প্রকাশিত: ০৬:০৫, ২ অক্টোবর ২০১৬

ট্রেনের চেয়ে বেশি গতির সাইকেল!

সাইকেল কি কখনও ট্রেনের গতিতে পৌঁছাতে পারে? কখনও কি কেউ এমনটা শুনেছে? হ্যাঁ, বাস্তবে এমনটাই ঘটেছে। সাইকেলটি চলে সম্পূর্ণ মানবশক্তিতে। মানবচালিত এ সাইকেলটি শতাব্দী এক্সপ্রেসের গতিকেও হার মানাচ্ছে। প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার যেতে পারে এ সাইকেল। খবরে বলা হয়েয়ে, প্রতি বছর যুক্তরাষ্ট্রের ব্যাটেল মাউনটেনে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটির নাম ওয়ার্ল্ড হিউম্যান পাওয়ার স্পিড চ্যালেঞ্জ। কিছু এ্যাথলেটিক সেখানে প্রতি বছরই অংশগ্রহণ করে। আমেরিকার শহরটিতে প্রতি বছর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় ডিম্বাকার আকৃতির একটি বাইসাইকেল ব্যবহার করা হয়েছে। চলাচলের পর হিসাব কষে দেখা গেছে, এ সাইকেলের গতি ট্রেনেরে গতির চেয়েও বেশি ছিল। -ওয়েবসাইট অবলম্বনে।
×