ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তারপুর সেতুর রেলিং ভেঙ্গে ধলেশ্বরীতে প্রাইভেটকার ॥ মালিকপুত্র নিখোঁজ

প্রকাশিত: ০৪:৩৯, ২ অক্টোবর ২০১৬

মুক্তারপুর সেতুর রেলিং ভেঙ্গে ধলেশ্বরীতে প্রাইভেটকার ॥ মালিকপুত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুক্তারপুর সেতুর রেলিং ভেঙ্গে ধলেশ্বরীতে নিমজ্জিত প্রাইভেটকারটি শনিবার বিকেল ৩টায় উদ্ধার হয়েছে। তবে ড্রাইভিংয়ে থাকা কারের মালিকের পুত্র জালাল উদ্দিন ভূইয়া রুমী (২৫) এখনও নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ রুমীর সন্ধানে ধলেশ্ব¦রী চষে বেড়াচ্ছে। সাদা রঙের নতুন কারটির পেছনের অংশ দুমুড়ে-মুচড়ে গেছে। গাড়ির ভেতরে রুমীর মোবাইলটিও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কারটি সেতুর ওপর থেকে পড়ার সময় পেছন দিয়ে সজোরে রেলিংয়ে আঘাত করে। পরে রেলিং ভেঙ্গে পড়ে যায়। কারের দরজা খোলা ছিল। ডুবুরিরা ধারণা করছে রুমী কার থেকে বের হয়ে বাঁচার চেষ্টা করেছেন। কারটি ৬০ ফুট পানিরে নিচে শনিবার সকালে শনাক্ত করে রশি বাঁধা হয়। রেকার না পেয়ে রশি দিয়ে বেঁধে জাহাজের মাধ্যমে কারটি পানিতে ভাসিয়ে তীরে নেয়া হয়। পরে উপস্থিত শত শত লোক টেনে এটিকে তীরে তোলে। সদর থানার ওসি ইউনুচ আলী জানান, গাড়ি উদ্ধারের পর এখন লাশ উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ রুমী নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী হাজী আব্দুর রউফের পুত্র। রাতে কারচালক মোঃ রুবেলসহ রুমি কারটি নিয়ে মুক্তারপুর সেতুতে ঘুরতে আসে। চালক রুবেল জানান, সেতুর দক্ষিণ প্রান্তে এসে দু’জনে চা পান করেন। পরে সেখানেই তাকে নামিয়ে রেখে রুমী নিজেই গাড়িটি একা ড্রাইভ করতে বের হন। ব্রিজের ওপরেই ইউটার্ন করে ফিরে আসার কথা বলে রুমী। ধারণা করা হচ্ছে- সেতুর মাঝামাঝি বরাবর ইউটার্ন করার সময়ই পশ্চিম প্রান্তের রেলিং ভেঙ্গে গাড়িটি নিয়ে শুক্রবার মধ্যরাতে পড়ে যায়। কারটি গত ঈদের কয়েক দিন আগে কেনা হয়েছিল। নারায়ণগঞ্জের কালীবাজার সংলগ্ন আমলাপাড়ায় বাবার বিসমিল্লাহ সেনিটারিতেও বসতেন রুমী। কার দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা ঘটনাস্থলে আসে। স্রোত থাকায় উদ্ধার কার্যক্রম বিঘিœত হয়। টোল প্লাজার সিসি ক্যামারা পরীক্ষা করে কারটি সম্পর্কে ধারণা নেয়ার চেষ্টা করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধারণা করা হচ্ছিল চালকসহ কারটিতে তিনজন রয়েছে। তবে কারের চালক ও পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ নিশ্চিত হয় দুর্ঘটনার সময় রুমী একাই ছিলেন। সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির জানান, শুক্রবার রাত ২টার দিকে নদীর প্রায় ৬০ ফুট পানির নিচের তলদেশ থেকে নিখোঁজ কারটির বাম্পার পাওয়া যায়। নদীতে প্রচ- স্রোত থাকার কারণে রাতে উদ্ধার কাজ স্থগিত হয়। পরে আবার শনিবার সকাল ৯টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। বিকেল ৩টায় কার উদ্ধার সমাপ্ত হয়।
×