ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেলজিয়ামের শিশু মেসি!

প্রকাশিত: ২০:০৯, ১ অক্টোবর ২০১৬

বেলজিয়ামের শিশু মেসি!

অনলাইন ডেস্ক ॥ বেলজিয়ামের আন্ডারলেখট ফুটবল ক্লাবের আলাদা সুনাম আছে। ভিনসেন্ট কম্পানি, রোমেলু লুকাকু, ড্রাইস মার্টিনস, ডেনিস প্রায়েট কিংবা ওয়াল্টার বাসাজ্জিওর মতো তারকা ফুটবলার উপহার দিয়ে দুনিয়া ব্যাপী নিজেদের নাম প্রতিষ্ঠা করে নিয়েছে তারা। এবার আরও এক ‘বিস্ময়কর’ প্রতিভার আবিস্কার করলো বেলজিয়ামের এই ক্লাবটি। নাম রায়ান বৌনিদা। বয়স মাত্র ১০। অসাধারণ ফুটবল কারিশমা উপহার দিয়ে এই বয়সেই পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছেন নিজেকে। রায়ান বৌনিদা অবশ্য নিজেকে প্রথম আলোচনায় আরও দুই বছর আগে। দুর্দান্ত গতি, কৌশলগত দক্ষতায় প্রতিপক্ষের ফুটবলারদের যেমন খুব সহজেই কাবু করে ফেলেন লিওনেল মেসি ঠিক তেমনি রায়ান বৌনিদাও অসাধারণ গতির অধিকারী। শুধু তাই নয়, প্রতিপক্ষের খেলোয়াড়দের দারুণভাবে কাটিয়ে বল নিজের দখলে রাখতে যেন দারুণ সিদ্ধহস্ত ১০ বছরের এই তরুণ। ভিডিও ফুটেজে তার পারফরম্যান্স দেখে অনেক ফুটবলপ্রেমীই মনে করছেন রায়ান বৌনিদা যেন ধীরে ধীরে পরবর্তী মেসি হয়ে উঠছেন। ফুটবলার তৈরির কারখানা হিসেবে বর্তমান বিশ্বে যে কটি দেশ শীর্ষে। তাদের মধ্যে বেলজিয়াম অন্যতম। অতীত পরিসংখ্যানের দিকে তাকালেই তা সুস্পষ্ট হয়ে উঠে। তাই এ কথা নিঃসন্দেহেই বলা যায় যে পরবর্তী মেসি তৈরির লক্ষ্য নিয়েই রায়ান বৌনিদাকে গড়ে তুলেছে জগদ্বীখ্যাত ফুটবল একাডেমী আন্ডারলেখট!
×