ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিফটে আটকা পড়লেন সৌরভ গাঙ্গুলি

প্রকাশিত: ২০:০০, ১ অক্টোবর ২০১৬

লিফটে আটকা পড়লেন সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক ॥ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) চেয়ারম্যান হিসেবে সোউরভ গাঙ্গুলি নিজেই ইডেনের তদারকি করেন । কিন্তু সেই ইডেনে এত এত উন্নয়ন কাজ করা হলেও ২৯ বছর পুরানো লিফট দিয়েই এখনও কাজ চালান হয়। তার এই পুরানো লিফট না পালটানোর মাশুল দিলেন নিজেই। ইডেনে চলছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই টেস্ট শুরুর ঠি আগের দিন বৃহস্পতিবার আটকা পড়েন তিনি। তবে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটার আগেই অল্প সময়েই নিরাপত্তারক্ষীরা তাকে টুল দিয়ে বের করে আনেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এক নিরাপত্তা কর্মী বলেন, ‘আমরা খুব দ্রুতই মুল পাওয়ার অফ করে দিয়েছি এবং গেট খোলার ব্যবস্থা করেছি। একটা কাঠের টুল লিফটের ভিতরে দিয়েছি যাতে দাঁড়িয়ে দাদা (সৌরভ গাঙ্গুলি) বের হয়ে এসেছেন।’ ১৯৮৭ সালে সর্বশেষ ঈডেন গার্ডেনসের এই লিফটি মেরামত করা হয়েছিল। সেবার এই মাঠেই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। ২০১১ সালে পুরো স্টেডিয়ামের ব্যাপক উন্নয়নের কাজ করা হলেও লিফটটি ঠিক করা হয়নি।
×