ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হান্নান শাহর ৫ দফা জানাজা ॥ কাপাসিয়ায় দাফন আজ

প্রকাশিত: ০৬:০৯, ৩০ সেপ্টেম্বর ২০১৬

হান্নান শাহর ৫ দফা জানাজা ॥ কাপাসিয়ায় দাফন আজ

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ দফা জানাজা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহর মরদেহ আবার সিএমএইচের হিমঘরে রাখা হয়েছে। এর আগে মহাখালী ডিওএইচএস মসজিদে দ্বিতীয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তৃতীয়, নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চতুর্থ ও মহাখালী গাউসুল আজম মসজিদে পঞ্চম জানাজা হয়। বিএনপি কার্যালয়ের সামনে জানাজা শেষে দলের সর্বস্তরের নেতাকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা হান্নান শাহর আত্মার মাগফিরাত কামনা করেন। আজ শুক্রবার গাজীপুরে সকাল নয়টায় জয়দেবপুর রাজবাড়ী মাঠে, সাড়ে দশটায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও জুমার নামাজের পর চালাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজগ্রাম ঘাগটিয়ায় বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। বাদ জোহর নয়াপল্টনে চিরচেনা নিজ দলীয় কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন হান্নান শাহ। সেখানে ৪র্থ জানাজা শেষে প্রয়াত নেতার কফিনে ফুল দিয়ে নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, এ্যাডভোকেট আহমেদ আযম খান, ডাঃ এজেডএম জাহিদ হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গোলাম আকবর খন্দকার, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ। জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দলের রাজনীতিতে আ স ম হান্নান শাহ ছিলেন নিবেদিতপ্রাণ। ওয়ান-ইলেভেন পরবর্তী পরিস্থতিতে অনেক নেতা যখন সরকারের চাপে দলের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, ঠিক সেই সময় নিজের জীবন বিপন্ন করে বিএনপি এবং জিয়া পরিবারের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি। জেল-জুলুম, হুমকি-ধামকিতেও তিনি অগণতান্ত্রিক শক্তির কাছে মাথানত করেননি। তার এই চলে যাওয়া কেবল বিএনপির রাজনীতিতে নয়, দেশের রাজনীতিতে বিশাল এক শূন্যতা সৃষ্টি করল। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপি কার্যালয়ের সামনে জানাজার পর দলের পক্ষ থেকে হান্নান শাহর কফিনে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক মির্জা আব্বাস। এরপর একে একে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জাসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে হান্নান শাহর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস জামে মসজিদে হান্নান শাহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেনÑ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, এলডিপি সভাপতি কর্নেল (অব) অলি আহমদ, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন প্রমুখ। বেলা সাড়ে ১১টায় হান্নান শাহর মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয়। সেখানে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এ জানাজায় অংশ নেন সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী, চীফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইফসুফ, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবদিন, জাতীয় সংসদের সাবেক হুইপ শহীদুল হক জামাল, সাবেক সাংসদ আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আলম, নাজিম উদ্দিন আহমেদ, আব্দুল মোমেন তালুকদার খোকা প্রমুখ। জানাজা শেষে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে হুইপ নুরুল ইসলাম, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, আবুল খায়ের ভূঁইয়া, এলডিপির পক্ষে দলের নেতা আব্দুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম কফিনে পুষ্পমাল্য অর্পণ করেন।
×