ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় জঙ্গীবিরোধী সমাবেশ

প্রকাশিত: ০৪:৪০, ৩০ সেপ্টেম্বর ২০১৬

নেত্রকোনায় জঙ্গীবিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৯ সেপ্টেম্বর ॥ আওয়ামী লীগসহ ১৪ দলের সমন্বয়ে গঠিত সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবিরোধী কমিটির উদ্যোগে বৃহস্পতিবার জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গীবিরোধী বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র নজরুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা নূর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, এ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল, হাবিবুর রহমান খান, জাসদের নির্মল কুমার দাস, ন্যাপের মোজাম্মেল হক বাচ্চু, ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম, আওয়ামী লীগের ভজন সরকার প্রমুখ। কলেজে ছাত্রী হলের ভিত্তি স্থাপন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ সরকারী কলেজে আরও একটি ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব নামের এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। পরে তিনি শহীদ কামালের নাম অনুসারে কলেজ অডিটরিয়ামের ফলক উন্মোচন করেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ইসহাক আলী, মিজানুর রহমান দুদু, দানিউল হক দানি, জান্নাত আরা হেনরী, ছাত্রনেতা জাকির হোসেন লিমন, শেখ খালিদ সাইখুল্লাহ সাদি, কামরুল হাসান বাবু। কন্যা শিশু দিবস উদযাপন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। ‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি; সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শিশু একাডেমি ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ উদ্যেগে এই কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে অফিসার্স ক্লাবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানুু চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিনামূল্যে পশুর টিকাদান স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিনামূল্যে গবাদি পশুর টিকাদান কর্মসূচী শুরু হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নে। বৃহস্পতিবার সকালে পল্লীশ্রী রি-কল প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় এ টিকাদান কর্মসূচী শুরু করা হয়। ওই ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত বাধপাড়া গ্রামের দরিদ্র গরু পালনকারীদের ১৯২টি গরুকে খুরা রোগ প্রতিরোধে টিকা এবং কিসামত ছাতনাই গ্রামের ৩৪৬টি গরুকে তড়কা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হবে। কর্মসূচীর উদ্বোধন করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠ সহকারী (ভিএফএ) মোজাফফর হোসেন ও শাহিনুর রহমান।
×