ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রী হত্যা

স্বামী শ্বশুর শাশুড়ি রিমান্ডে

প্রকাশিত: ০৪:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০১৬

স্বামী শ্বশুর শাশুড়ি রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ॥ কলেজছাত্রী প্রিয়া হত্যার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে মানিকগঞ্জবাসী । মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে হত্যা করা হয় প্রিয়া সাহা (২০) নামের এক কলেজছাত্রীকে। এই হত্যা ঘটনায় খুনীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত প্রিয়ার স্বামী দিপাঞ্জল সরকার, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গিতা সরকারকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে সদর থানা পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। খুনীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করে সরকারী দেবেন্দ্র কলেজ ও খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। পরে মানিকঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন প্রিয়ার বাবা সুকুমার সাহা,এ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজু, পৌরসভার কমিশনার আব্দুল রাজ্জাক রাজা, সহপাঠী নন্দিতা সাহা প্রমুখ। বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেন প্রিয়ার বাবা সুকুমার সাহা। তিনি বলেন ৩ থেকে ৪ ভাড়াটে খুনী দিয়ে তার মেয়েকে হত্যা করিয়েছে প্রিয়ার শ্বশুরবাড়ির লোকজন। তিনি ঐ ভাড়াটে খুনীদেরও দ্রুত গ্রেফতারের দাবি করেন। প্রিয়ার শ্বশুর অনেক সম্পদের মালিক উল্লেখ করে তিনি বলেন, টাকাপয়সা দিয়ে সবকিছু ম্যানেজ করার চেষ্টা চলছে। পারিবারিকভাবে গত ৭ আগস্ট প্রিয়া ও দিপাঞ্জলের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রিয়া শ্বশুরবাড়িতেই অবস্থান করছিল। প্রিয়া মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজের বাংলা ২য় বর্ষের ছাত্রী ও ঢাকা নর্দান বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র দিপাঞ্জল সরকার। বুধবার রাতে প্রিয়ার বাবা সুকুমার সাহা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । খাজনার চেয়ে বাজনা বেশি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রী নিয়ে ডুবে যাওয়া মাত্র আড়াই লাখ টাকার ঐশী-২ নামের নৌযানটি উত্তোলন করতে খরচ হয়েছে ৬ লাখ টাকার তেল। এছাড়া উদ্ধার কাজে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা তো রয়েছেই। সূত্রমতে, উদ্ধার কাজে ব্যবহৃত উদ্ধারকারী জাহাজ এমভি নির্ভিকের খরচ হওয়া তেলের টাকা নিয়ম অনুযায়ী ডুবে যাওয়া নৌযানের মালিকের বহন করার কথা রয়েছে। কিন্তু বর্তমানে তিনি পলাতক থাকায় তার কাছে খরচের ভাউচার এখনও পাঠাতে পারেননি বরিশাল নৌ-সংরক্ষণ ও পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। মাদকাসক্ত ভাইকে পুলিশে সোপর্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে মাদকাসক্ত ছোট ভাইকে পুলিশে সোপর্দ করেছেন সহোদর ভাইয়েরা। বৃহস্পতিবার সকালে মিঠু (৩২) নামের ছোট ভাইকে ধরে পুলিশে সোপর্দ করেন অপর দুই ভাই। মিঠু উপজেলার মিয়াপুর গ্রামের আক্কাছ আলীর ছোট ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ মাদকাসক্ত মিঠুকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুস সামাদ বলেন, মিঠু নিজেই স্বীকার করেছে সে মাদকাসক্ত। সে নিজেও সুপথে ফিরে আসতে চায়।
×