ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টার্নের আশ্বাস দিচ্ছেন না সৌরভ

প্রকাশিত: ২০:১৯, ২৮ সেপ্টেম্বর ২০১৬

টার্নের আশ্বাস দিচ্ছেন না সৌরভ

অনলাইন ডেস্ক ॥ কানপুরে স্পিন-সহায়ক উইকেটে রবিচন্দ্রন অশ্বিন দুশো টেস্ট উইকেটের নজির ছুঁয়েছেন। রবীন্দ্র জাডেজা ম্যাচের সেরা হয়েছেন। ভারতের পাঁচশোতম টেস্ট জয়ে বড় অবদান রেখেছেন দুই স্পিনার। ইডেনে দ্বিতীয় টেস্টে অবশ্য বিরাট কোহালিরা টার্নিং উইকেট পাবেন কি না, তা নিয়ে এখনও ঘোর অনিশ্চয়তা থেকে যাচ্ছে। টেস্ট শুরুর বাহাত্তর ঘণ্টা আগেও। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অন্তত তাই বলে দিচ্ছেন। গত সোমবার উইকেট পরখ করতে সৌরভ নিজেই বল করতে নেমে গিয়েছিলেন। সেই নিয়ে এ দিন জিজ্ঞেস করা হলে সিএবি প্রেসিডেন্ট বললেন, ‘‘পিচে টার্ন হবে বলে মনে হচ্ছে না। এত বৃষ্টি হচ্ছে যে, উইকেটে প্রচুর আর্দ্রতা রয়ে গিয়েছে এখনও। ঘাসও আছে। দেখা যাক, ম্যাচ শুরুর আগে কতটা কী হয়।’’ পিচ প্রস্তুতির সময় টানা বৃষ্টিতে ইডেনের বাইশ গজ তৈরির কাজ ক্রমাগত ব্যাহত হয়েছে। এবং এখনও পিচের নীচের স্তরে জমে থাকা জল পুরোটা শুকোনো যায়নি। হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে বলে অনেকক্ষণই কভার দিয়ে ঢেকে রাখা হচ্ছে উইকেট। টানা রোদ পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবং আরও আশঙ্কার, টেস্টের মধ্যেও বৃষ্টির পূর্বাভাস থাকছে শহরে। সব মিলিয়ে এখনও যা পরিস্থিতি, ইডেন উইকেট নিয়ে অশ্বিন-জাডেজাদের খুশি হওয়ার কথা নয়। বরং পিচ-পরিবেশ দেখে ট্রেন্ট বোল্ট, নিল ওয়্যাগনার প্রমুখ নিউজিল্যান্ড পেসারদের মুখে হাসি ফোটার কথা। এ দিকে, এ দিন ইডেন পরিদর্শন করে গেল কলকাতা পুলিশ। তারা জানিয়েছে যে, টেস্টের প্রথম দিন কপিল দেব-ভিভিএস লক্ষ্মণ-বীরেন্দ্র সহবাগদের নিয়ে যে টক শো হওয়ার কথা, তা খোলা জায়গায় না করতে। এমনিতে ঠিক ছিল, ‘কে’ এবং ‘এল’ ব্লকের লাগোয়া চত্বরে টক শো হবে। পুলিশের আপত্তির পরে সেটাকে সিএবির তিন তলায় করার কথা ভাবা হচ্ছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×