ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনার বড় সংগ্রহ বিপর্যয়ে সিলেট

প্রকাশিত: ০৬:৪১, ২৮ সেপ্টেম্বর ২০১৬

খুলনার বড় সংগ্রহ বিপর্যয়ে সিলেট

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দু’দিন বৃষ্টির বাগড়া ছিল। তবে ১৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তিনটি চারদিনের ম্যাচে তৃতীয় দিনে খেলা হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগ-ঢাকা মেট্রোপলিসের খেলা এদিনও মাঠে গড়ায়নি। প্রথম স্তরের অপর ম্যাচে, তৃতীয় দিনে শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনা বিভাগ দারুণ ব্যাটিং ঝলক দেখিয়েছে বরিশাল বিভাগের বিরুদ্ধে। আর দ্বিতীয় স্তরে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহী বিভাগের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সিলেট বিভাগ। অপর ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সমানতালে এগিয়ে চলেছে রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। উইকেটরক্ষক লিটন দাস কাঁধের ইনজুরিতে পড়ে ব্যাট করেননি, তাই রংপুরের সংগ্রহ আরও বড় হয়নি। ৫ উইকেটে ১৮৩ রান নিয়ে খেলতে নেমে ৩৫৫ রানে শেষ তাদের প্রথম ইনিংস। তানভীর হায়দার ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করে ১৮০ বলে ৯ চারে ৯৭ এবং ধীমান ঘোষ ১৩৬ বলে ৭ চারে ৮৬ রান করেন। ইয়াসির আরাফাত ৬৫ রানে ৫টি ও তাসামুল হক ৩টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৫১ রান তুলে এখনও ১৬৪ রানে পিছিয়ে চট্টগ্রাম। মুুমিনুল হক ৬২ ও মাহবুবুল করিম ৫৬ রান করে সাজঘরে ফেরেন। ৩টি উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ। খুলনায় স্বাগতিকরা ৪ উইকেটে ২২১ রান নিয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৪২৪ রানে। মেহেদী হাসান মিরাজ ৭৩ ও স্পিনার আব্দুর রাজ্জাক ৮৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৯৭ রান করে আউট হন। সোহাগ গাজী ও গোলাম কবির ৩টি করে উইকেট পান। জবাবে শাহরিয়ার নাফীসের ১২৭ বলে ১০ চারে করা ৭২ রানে দিনশেষে ৩ উইকেটে ১২২ রান করেছে বরিশাল দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে তারা ২৬১ রান করেছিল। সবমিলিয়ে বরিশাল পিছিয়ে ৪১ রানে। রাজশাহীতে স্বাগতিকরা প্রথম ইনিংস শেষ করে ১৯৯ রানে। আবু জায়েদ ৫৯ রানে ৫ ও শাহানুর রহমান ১৯ রানে ৩ উইকেট নেন। জবাবে সিলেট দারুণ বিপর্যয়ে পড়েছে। ৫ উইকেটে ৫৭ রান তুলেছে দিনশেষে প্রথম ইনিংসে। দুটি করে উইকেট নিয়েছেন সাকলাইন সজীব ও মুক্তার আলী। ভলিবল দল ও মেজবাহর হার স্পোর্টস রিপোর্টার ॥ ভিয়েতনামের ডানাংয়ে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ ভলিবল দল মঙ্গলবারের খেলায় চীনের কাছে ২-১ সেটে পরাজিত হয় এবং এ্যাথলেটিক্সে ৬০ মিটার স্প্রিন্টে মেজবাহ আহমেদ চূড়ান্ত প্রতিযোগিতায় ৮ প্রতিযোগীর মধ্যে অষ্টম স্থান লাভ করেন। মহিলা কলেজ হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলমান ‘ট্রিট মহিলা কলেজ হ্যান্ডবল টুর্নামেন্টে’ ভিকারুননিসা নূন মহিলা কলেজ ১৩-২ গোলে নারায়ণগঞ্জ কলেজকে হারায়। ভিকারুননিসা নূন তাদের দ্বিতীয় খেলাতেও জেতে। এবার তারা ৭-১ গোলে হারায় আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজকে এবং মির্জা আব্বাস মহিলা মহবিদ্যালয় ৪-১ গোলে গার্হস্থ্য অর্থনীতি মহিলা কলেজকে হারায়।
×