ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ফলটা অনুমেয়ই ছিল। শুধু প্রশ্ন ছিল- কত গোলে জিতবে বাংলাদেশ? উত্তরটা হলো ১০ গোলে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানকে ১০-০ গোলের মালা পরিয়ে ‘বেক্সিমকো অনুর্ধ-১৮ এশিয়া কাপ হকি’র পুল ‘এ’তে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। যদিও এই ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হতে স্বাগতিক দলের অন্তত ড্র করলেই চলতো। তবে ড্র নয়, বিশাল ব্যবধানে জিতেই তৃপ্তির ঢেঁকুর তোলে বাংলাদেশ। উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৫-৪ গোলে হারিয়ে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ৭-০ গোলে। একই ভেন্যুতে অনুষ্ঠিত অপর দুই ম্যাচে বড় জয় কুড়িয়ে নিয়ে পুল বি’তে গ্রুপসেরা হয়েছে পাকিস্তান। তারা ১৪-০ গোলে হারিয়েছে হংকংকে। এছাড়া চাইনিজ তাইপে ২-২ গোলে ড্র করেছে চীনের সঙ্গে। মঙ্গলবার অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলের হয়ে তিনটি করে গোল করেন ফরোয়ার্ড মোঃ মোহসিন ও ডিফেন্ডার আশরাফুল ইসলাম। এছাড়া জোড়া গোল করেন ফজলে হোসেন রাব্বি। ১টি করে গোল করেন মাহবুব হোসেন এবং আরশাদ হোসেন। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন মোহসিন। এর ফলে পুল ‘এ’ চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ প্রি-ক্ল্যাসিফিকেশন ম্যাচ খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে বৃহস্পতিবার, বেলা সাড়ে ১২টায়। আর এই ম্যাচের জয়ী দল খেলবে প্রথম-দ্বিতীয় স্থান নির্ধারণী ম্যাচ বা ফাইনালে। অপর স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তাদের খেলাটি শুরু হবে বিকেল ৩টায়। ওমানের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করে খেলে বাংলাদেশ। ওমানের খেলোয়াড়রা শারীরিক সক্ষমতা ও উচ্চতায় এগিয়ে থাকলেও স্কিলের ক্ষেত্রে প্রতিপক্ষের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। আর এটাকে কাজে লাগিয়েই বাজিমাত করে তারা। চতুর্থ মিনিটেই গোলের মুখ দেখে বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে দ্রুতগতিতে বল নিয়ে ঢুকে পড়েন নাইমউদ্দিন। তার কাটব্যাকে বক্সের মাঝামাঝি দাঁড়ানো মাহবুব হোসেন কৌনিক হিটে বল বোর্ডে জড়িয়ে দেন (১-০)। ৭ মিনিটে রোমানের পাসে আরশাদ টুর্নামেন্টে নিজের প্রথম গোলটি করেন (২-০)। ১৫ মিনিটে রোমানের পাস থেকে জটলার মাঝে আরশাদ মিস করলে মোহসিন গোল করেন (৩-০)। ১৮ মিনিটে রোমান-আরশাদের কম্বিনেশন থেকে রাব্বি গোল করেন (৪-০)। ২২ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে রাব্বি-নাঈম কন্বিনেশনে গোল করেন আশরাফুল (৫-০)। ২৮ মিনিটে নাঈম থেকে মোহসিন ফিল্ড করেন (৬-০)। ৩২ মিনিটে আশরাফুল পিসি থেকে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে সপ্তম গোল করেন (৭-০)। ৫৩ মিনিটে আরেকটি ফিল্ড গোল করেন মোহসিন (৮-০)। ৬২ মিনিটে আশরাফুল নিজের তৃতীয় গোলটি করেন পিসি থেকে (৯-০)। ৬৮ মিনিটে রিভার্স হিটে রাব্বি গোল করে ওমানের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন (১০-০)।
×