ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহিলা কলেজ হ্যান্ডবল শুরু

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬

মহিলা কলেজ হ্যান্ডবল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ট্রিট মহিলা কলেজ হ্যান্ডবল টুর্নামেন্ট’ সোমবার থেকে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে। টুর্নামেন্টে ১৩ কলেজ দল ৪ গ্রুপে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ৭-২ গোলে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজকে হারায়। এছাড়া অন্যান্য ম্যাচে হলিক্রস মহিলা কলেজ ৫-৪ গোলে মির্জা আব্বাস মহিলা মহাবিদ্যালয়কে, আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ ৪-৩ গোলে নারায়ণগঞ্জ কলেজকে, মোহাম্মদপুর প্রিপারেটেরী স্কুল এ্যান্ড কলেজ ৮-১ গোলে আজিমপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজকে, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ ৪-০ গোলে সেন্ট্রাল উইমেন্স কলেজকে এবং হলিক্রস মহিলা কলেজ ৬-২ গোলে গার্হস্থ্য অর্থনীতি মহিলা কলেজকে হারায়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ১১টায় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ্যাটলেটিকোর জয় স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার তারা ১-০ গোলে হারিয়েছে দেপোর্তিভো লা করুনাকে। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই পতিপক্ষের বিপক্ষে নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে এ্যাটলেটিকো। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলায় গোলের দেখা পায়নি কোন দলই। যে কারণে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুইদল। কিন্তু দুর্ভাগ্য দেপোর্তিভোর বিরতিতে যাওয়ার ঠিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে ফয়সাল ফজর। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় এ্যাটলেটিকো। ৭০ মিনিটে একমাত্র গোলটি করেন এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী তারকা এ্যান্তোনিও গ্রিজম্যান।
×