ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাল ৫০ হাজার প্যাকেট মিষ্টি বিতরণ করবে যুবলীগ

প্রকাশিত: ০৫:৫১, ২৭ সেপ্টেম্বর ২০১৬

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাল ৫০ হাজার প্যাকেট মিষ্টি বিতরণ করবে যুবলীগ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগ আগামীকাল বুধবার সাধারণ মানুষের মধ্যে ৫০ হাজার প্যাকেট মিষ্টি বিতরণ করবে। এছাড়া আলোচনা সভা, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু-সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচী হাতে নিয়েছে সংগঠনটি। সোমবার বিকেলে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বঙ্গবন্ধু এ্যাভিনিউ যুবলীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় এসব কর্মসূচী গ্রহণ করা হয়। সভা থেকে আগামী ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনার আগমন উপলক্ষে তেজগাঁওয়ের র‌্যাংগ্স ভবন থেকে নভথিয়েটার হয়ে বিজয় সরণীর শেষ মাথা পর্যন্ত উভয় পার্শ্বে যুবলীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। গভায় গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে আগামীকাল সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউর দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে শেখ হাসিনার দীর্ঘায়ু-সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং দক্ষিণের আওতাধীন বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে পাঁচটি ট্রাকে করে ৫০ হাজার প্যাকেট মিষ্টি বিতরণ। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, এ মুহূর্তে বিশ্বে সবচেয়ে প্রাজ্ঞ, দূরদৃষ্টিসম্পন্ন, মানবিক এবং জনকল্যাণমুখী নেতা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে তিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তাঁর অনন্য নেতৃত্বগুণে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। বিশ্বে তিনি আলোকিত এক অনুকরণীয় ব্যক্তিত্ব। বিশ্বকে শান্তির পথ দেখাচ্ছেন। জনগণের অংশগ্রহণমূলক উন্নয়নের তিনি প্রবক্তা। তিনিই তথ্যপ্রযুক্তির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও জনগণের ক্ষমতায়নের রূপকার। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্ব বৈঠকে আরও বক্তব্য রাখেন- যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ প্রমুখ। সভা পরিচালনা করেন যুবলীগ মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
×