ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গামকা অফিস স্থানান্তরে ১৫ দিন সময় বেঁধে দিলেন মেয়র আনিসুল হক

প্রকাশিত: ০৫:৫১, ২৭ সেপ্টেম্বর ২০১৬

গামকা অফিস স্থানান্তরে ১৫ দিন সময় বেঁধে দিলেন মেয়র আনিসুল হক

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গমনেচ্ছু ব্যক্তিদের মেডিক্যাল চেকআপের জন্য অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোর সমন্বয়কারী সংস্থা ‘জিসিসি এ্যাপ্রুভড মেডিক্যাল সেন্টারস এ্যাসোসিয়েশনের (গামকা)’ কার্যক্রম নতুন জায়গায় স্থানান্তরের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। রবিবার বেলা সাড়ে ১১টায় এক আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি প্রতিষ্ঠানটিকে এ সময় বেঁধে দেন। ঢাকার অভিজাত এলাকা গুলশান ২ এর ৯৪ নম্বর রাস্তায় প্রতিষ্ঠানটি বিগত ১২ বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে গত কয়েক বছর ধরে বিপুল জনসমাগম হওয়ায় পার্শ্ববর্তী রাস্তা ছাড়িয়ে বিভিন্ন অলিগলি এবং প্রধান সড়ক মিলে ৬-৭ হাজার মানুষকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হতো। এমনকি ৪ বা ৫ দিন পর্যন্ত অপেক্ষমাণ থাকার কথাও জানা যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের প্রাত্যহিক চলাফেরায় এক ধরনের স্থবিরতা দেখা দেয়। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনে নালিশ করার ঘটনাও ঘটেছে। এ প্রেক্ষাপটে ডিএনসিসি মেয়র প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেলে উপস্থিত কয়েক হাজার বিদেশ গমনেচ্ছু নারী-পুরুষ তাঁকে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান। এক পর্যায়ে মেয়র নিজে প্রতিষ্ঠানটির ভেতরে গিয়ে সরেজমিনে খোঁজখবর নেন। এ সময় ঘণ্টাখানেকের জন্য প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে তিনি উপস্থিত গণমাধ্যমের সামনে প্রতিষ্ঠানটিকে নতুন জায়গায় স্থানান্তরের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়ে বলেন, ৭ দিন পর তিনি আবারও পরিদর্শনে আসবেন। এর আগে মেয়র কাকলী থেকে বনানী ১১ ও ১৮ নম্বর সড়ক হয়ে গুলশান ৫০ নম্বর সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি ফুটপাথে বিদ্যমান সিকিউরিটি পোস্ট ও সিকিউরিটি ব্লক অপসারণ এবং ইলেকট্রিক পোলগুলো সুবিধাজনক স্থানে স্থানান্তরের নির্দেশ দেন। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনওয়ারুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহসহ ডিএনসিসির উর্ধতন কর্মকর্তাবৃন্দ, ডিএমপির উর্ধতন কর্মকর্তা এবং গুলশান সোসাইটির মহাসচিব মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×