ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মা ছেলে ভাইয়ের যাবজ্জীবন, মেয়ের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রামে মা ছেলে ভাইয়ের যাবজ্জীবন, মেয়ের ১০ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অপরাধে একই পরিবারের চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে আদালত। এর মধ্যে মা-ছেলে ও ভাইয়ের যাবজ্জীবন এবং মেয়ের ১০ বছরের কারাদ-ের আদেশ হয়েছে। সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সি আবদুল মজিদ এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন কারাদ-াদেশপ্রাপ্ত তিন আসামি হলেন- বেবী আক্তার ও তার পুত্র ফোরকান এবং ভাই জাহাঙ্গীর। আর ১০ বছরের দ-াদেশ পেয়েছেন বেবী আক্তারের মেয়ে আনোয়ারা বেগম। এর মধ্যে ফোরকান পলাতক, বাকিরা কারাগারে। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ১১ জুন হাটহাজারী উপজেলার ছাদেকনগর গ্রামে ঘটে এ হত্যাকা-। প্রতিবেশীর বাড়িতে মুরগি যাওয়া নিয়ে বিবাদের এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় আসামিরা লাঠি নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে কলেজ ছাত্র সাইফুলকে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় সাইফুলের ভাই আবদুর রহিম একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট দশজনের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিচারক তিনজনকে যাবজ্জীবন ও একজনকে ১০ বছরের কারাদ- দেন।
×