ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুই হাসপাতালের জরিমানা

প্রকাশিত: ০৯:০৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬

দুই হাসপাতালের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ নোংরা পরিবেশে হাসপাতাল পরিচালনা করায় রাজধানীর হাতিরপুলের ব্রাইটন হসপিটাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টার ও পদ্মা জেনারেল হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতজনকে আটক করা হয়। রবিবার দুপুরে র‌্যাবের উপ-অধিনায়ক মাহবুবুল আলমের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই অভিযান পরিচালনা করেন। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার দুপুরে হাতিরপুল ব্রাইটন হসপিটালে অভিযান চালানো হয়। এ সময় হসপিটালের নোংরা পরিবেশসহ নানা অব্যবস্থাপনা ধরা পড়ে। পরে ব্রাইটনের মালিককে ৬ লটাকা জরিমানা করা হয়। এ সময় ডায়গনস্টিক সেন্টারে কর্মরত ৩ জনকে আটক কর হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অনিয়মে রাজধানীর হাতিরপুলে অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে। এ সময় হাসপাতালের চার কর্মকর্তাকে আটক করা হয়।
×