ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনায় বিপুল প্রাণহানির দায় নিলেন ও. কাদের

প্রকাশিত: ০৮:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬

দুর্ঘটনায় বিপুল প্রাণহানির দায় নিলেন  ও. কাদের

সংসদ রিপোর্টার ॥ মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় সরকারের পক্ষ থেকে সংসদে দাঁড়িয়ে দায় স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যানজট ও সড়ক দুর্ঘটনা সরকারকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে। এটা এখন আমাদের কাছে চ্যালেঞ্জিং বিষয়। তবে আমরা দুর্ঘটনা রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও পীর ফজলুর রহমানের পৃথক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি চালকও নই, গাড়ির মালিকও নই। তারপরও আমি সড়ক দুর্ঘটনায় পাখির মতো মানুষের প্রাণহানির দায় স্বীকার করে নিয়েছি। [জঞঋ নড়ড়শসধৎশ ংঃধৎঃ: }থএড়ইধপশ[জঞঋ নড়ড়শসধৎশ বহফ: }থএড়ইধপশতিনি জানান, দেশের মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনার কারণ নির্ণয় করে তা রোধে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমীক্ষার মাধ্যমে মোট ২২৭টি দুর্ঘটনাপ্রবণ স্থান (ব্ল্যাক স্পট) চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মহাসড়কের ৬৮ দুর্ঘটনাপ্রবণ স্থানের প্রতিকারমূলক কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া মহাসড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা, হাট-বাজার অপসারণ করা হচ্ছে। সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে ১৪৪ ব্ল্যাক স্পটের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ১৬৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। গত অর্থবছরে সাড়ে ৬২ কোটি টাকা ব্যয়ে ৪৮ ব্ল্যাক স্পটের প্রতিকারমূলক কাজ করা হয়েছে। চলতি অর্থবছরে অবশিষ্ট ৭০ ব্ল্যাক স্পটের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ সম্পন্ন হবে। এজন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জাসদের সংসদ সদস্য শিরীন আকতারের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ফুটপাথ যদি আমরা পথচারীদের জন্য ছেড়ে দিতে না পারি তবে যতই ফ্লাইওভার, মেট্রোরেল নির্মাণ করি না কেন, কোন লাভ হবে না। ঢাকায় ৫০ হাজার ছোটযানের লাইসেন্স থাকলেও চলে ২০ লাখেরও ওপরে। এসব অবশ্যই সাহসের সঙ্গে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। নইলে রাজধানীতে যানজট নিরসন সম্ভব হবে না। বঙ্গবন্ধু সেতু মেরামত ব্যয় বছরে ৪২ কোটি টাকা ॥ জাসদের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেনের পৃথক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, উদ্বোধনের পর বঙ্গবন্ধু সেতু মেরামত বাবদ চলতি বছরের জুন পর্যন্ত ৭৬৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় হয়েছে। সে অনুযায়ী মেরামত বাবদ বছরে গড়ে ৪২ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বঙ্গবন্ধু সেতু উদ্বোধনরে পর হতে চলতি বছররে জুন পর্যন্ত ৩ হাজার ৬ কোটি ৫৩ লাখ টাকা টোল আদায় হয়েছে। সেতু রক্ষণাবেক্ষণ এবং বাংলাদশে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি বাবদ মোট ৮২০ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হয়েছে। আর চলতি বছররে জুন পর্যন্ত সেতুর ঋণ ৪৭ দশমিক ৬৩ শতাংশ পরিশোধ করা হয়েছে।
×