ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কানপুর টেস্টে জয়ের পথে ভারত

প্রকাশিত: ০৬:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

কানপুর টেস্টে জয়ের পথে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৯৩ রান তুলতেই শীর্ষ চার ব্যাটসম্যানকে হারিয়েছে নিউজিল্যান্ড। জয়ের জন্য আজ শেষ দিনে সফরকারীদের চাই আরও ৩৪১। ইতিহাস-বাস্তবতা কোনটাই কিউইদের পক্ষে নয়। জয় সেখানে দিবাস্বপ্ন! নিদেন ড্র করে ম্যাচ বাঁচাতে হলেও বৃষ্টি অথবা ব্যাটিংয়ে অবিশ্বাস্য কিছু করতে হবে। কারণ স্বীকৃত ব্যাটসম্যান বলতে ক্রিজে থাকা লুক রনকি (৩৮*) আর অপেক্ষমাণ বিজে ওয়াটলিং, বাকি সবাই বোলার। সুতরাং নিজেদের ঐতিহাসিক ৫০০তম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার পথে ভারতের পাল্লাটাই বেশি ভারি। প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট হওয়ার পর ৩৭৭/৫-এ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল। প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড অলআউট হয় ২৬২ রানে। ম্যাচ এ পর্যন্ত ৭ উইকেট নিয়ে টেস্টের দ্বিতীয় দ্রুততম ২০০ শিকারি (৩৭তম ম্যাচে) বনে গেছেন রবিচন্দ্রন অশ্বিনÑ ভারতের হয়ে যা নতুন রেকর্ড। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া অশ্বিন কাল দ্বিতীয় ইনিংসে আরও তিন নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে সাজ ঘরে ফিরিয়ে দিয়েছেন। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের মাত্র ৩৭তম টেস্টে পূর্ণ করেছেন ২০০তম শিকারের মাইলফলক। গড়েছেন ভারতের হয়ে দ্রুত ২০০ উইকেট নেয়ার নতুন রেকর্ড। যেটি এতদিন ছিল সাবেক গ্রেট অনিল কুম্বলের দখলে (৪৭ টেস্টে)। আফসোস অল্পের জন্য এ তালিকায় বিশ্বরেকর্ডটি হয়নি। ১৯৩৬ সালে নিজের ৩৬তম টেস্টে ২০০ উইকেট নিয়ে যেটির মালিক এখনও অস্ট্রেলিয়ার সিভি গ্রিমেট। ১৯৮০ সালে মৃত্যুবরণ করা অসি লেগস্পিনারের রেকর্ডটি ৮০ বছর ধরে অক্ষত! ২১৫ রানে এগিয়ে থেকেও অবশ্য এদিন ভারতের শুরুটা ভাল ছিল না। দিনের দশম ওভারে সাজঘরে মুরলি বিজয় (৭৬)। আবারও ব্যর্থ কোহলি। প্রথম ইনিংসে ৯ রানে ফেরা ভারত অধিনায়ক দ্বিতীয় ইনিংসে করেছেন ১৮। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন শতাধিক রানের জুটি গড়ে ভারতকে ৪৩৩ রানের লিড এনে দেন রোহিত শর্মা (৬৮*) ও রবীন্দ্র জাদেজা (৫০*)। ৪৩৪ রান তাড়া করতে নেমে ২ রানের মধ্যেই ফিরেছেন দুই ওপেনার মার্টিন গাপটিল (০) ও টম লাথাম (২)। বড় দুই ভরসা কেন উইলিয়ামসন (২৫) ও রস টেইলরও (১৭) দ্রুত আউট হয়ে যান। দলীয় ৫৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডকে ক্ষণিকের স্বস্তি দিয়েছেন রনকি ও মিচেল স্যান্টনার। ১টি ছক্কা ও ৪টি চারে রনকি করেছেন ৩৮ রান। ৫০ বলে ৮ রান নিয়ে তার সঙ্গী স্যান্টনার। ড্রর অসম্ভব চিন্তা বাস্তবায়ন করতে হলে আজ এ দু’জনকে লড়াই চালিয়ে যেতে হবে। কিন্তু দুর্বোধ্য ভারতীয় স্পিনাররা কি আর সেই সুযোগ দেবেন? অশ্বিন ৩ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে, আর প্রথম ইনিংসের ৫ শিকারি রবীন্দ্র জাদেজা তো শুরুই করেননি!
×