ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে সঙ্গীত বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৬

খাগড়াছড়িতে সঙ্গীত বিষয়ক কর্মশালা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ সঙ্গীত বিষয়ক ৩ দিন ব্যাপী এক কর্মশালা রবিবার খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে, খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় সঙ্গীত এবং বাংলা সঙ্গীত-সংস্কৃতি শিক্ষণ কর্মসূচীর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার উদ্ধোধন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন চাকমা। জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক নান্টু আর্চায়্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাশে^র পাল, রুভি চাকমা ও শিল্পী এসএস শ্রাবন, এস এস শ্রাবন প্রমূখ। কর্মশালায় ৩ প্রশিক্ষকের তত্বাবধানে ৫০শিক্ষার্থী অংশ নিচ্ছে। এতে জাতীয় সঙ্গীতসহ শুদ্ধ সঙ্গীতের ওপর প্রশিক্ষন দেবেন প্রশিক্ষকরা।
×