ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আনিসুল হককে সংবর্ধনা

বিএনপির হুমকিতে হুমকিতে পাঁচ বছর চলে গেল ॥ ও. কাদের

প্রকাশিত: ০৮:২২, ২৫ সেপ্টেম্বর ২০১৬

 বিএনপির হুমকিতে হুমকিতে পাঁচ বছর চলে গেল ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৪ সেপ্টেম্বর ॥সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন আর সফল হবে না, তাদের আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। বিএনপির আন্দোলনের খবর নেই। বিএনপি বার বার শুধু আন্দোলনের হুমকি দিচ্ছে। হুমকিতে হুমকিতে পাঁচ বছর চলে গেছে। শনিবার বিকেলে কবিরহাট সরকারী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে দেয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী দলের সর্বস্তরের নেতাকর্মীকে এখন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে এবং আসন্ন দলের জাতীয় কাউন্সিলকে সফল করতে সকলকে আহ্বান জানান। নিজ জন্মস্থানে সংবর্ধিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক তাকে গণসংবর্ধনা দেয়ায় জেলা আ.লীগসহ স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রাজনীতির মঞ্চে এসে এই প্রথম বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। ছোটবেলার অসংখ্য স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মেয়র নির্বাচন করা এবং এ সম্মানে অধিষ্ঠিত হয়েছি। নিজের সর্বস্ব দিয়ে সাধারণ মানুষের দেয়া সম্মান অক্ষুন্ন রাখব। ঢাকাকে বাসযোগ্য তথা পরিবর্তন করতে আমি সচেষ্ট। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। বক্তব্য রাখেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এএইচএম ইব্রাহিম, নোয়াখালী-৫ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, ফেনী জেলা সদরের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডাঃ জাফর উল্যাহ্, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, শিল্পপতি আতাউর রহমান ভূঞা মানিক এবং মেয়র আনিসুল হকের সহধর্মিণী রুবানা হক।
×