ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে দুই ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:০০, ২৫ সেপ্টেম্বর ২০১৬

কেরানীগঞ্জে দুই ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ॥ বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজের চারদিন পরে মামা- ভাগ্নের লাশ উদ্ধার করেছে দক্ষিণ থানা পুলিশ । শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলো মামা সুব্রত কর্মকার (২৮) এবং ভাগিনা গৌতম চন্দ্র রায় (২৭)। নিহত সুব্রত কর্মকারের বাসা রাজধানীর ওয়ারীর উত্তর মৈস-ি এলাকায়। ভাগ্নে গৌতম চন্দ্র রায়ের বাসা রাজধানীর ওয়ারী এলাকায়। তারা দু’জনেই পেশায় ছিলেন ভিডিও ব্যবসায়ী। নিহত গৌতম চন্দ্র রায়ের মামা লোকনাথ চন্দ্র রায় জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পুরান ঢাকার লালকুঠি এলাকায় বিয়ে বাড়িতে ভিডিও প্রোগ্রামের কাজ করতে বের হয়ে লালকুঠি ঘাট এলাকা থেকে সুব্রত কর্মকার ও গৌতম চন্দ্র রায় দুজনেই এক সাথে নিখোঁজ হয় । তাদের সাথে চারটি ভিডিও ক্যামেরা ও মোবাইল ছিল । সন্ধ্যার পরে তাদের মোবাইল ফোন দুইটি বন্ধ পাওয়া যায় । বিভিন্ন জায়গায় তাদের সন্ধান করে না পাওয়ায় বুধবার রাতেই নিহত গৌতমের বাবা গোপাল চন্দ্র রায় ওয়ারী থানায় একটি জিডি করেন। নেত্রকোনায় গর্ভজাত সন্তানসহ নারী নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা থেকে জানান, কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওড় থেকে গর্ভজাত সন্তানসহ অজ্ঞাত নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, শুক্রবার বিকেলে স্থানীয়রা মোজাফরপুর গ্রাম সংলগ্ন জালিয়ার হাওড়ে অজ্ঞাত নারীর গলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সন্ধ্যার দিকে পুলিশ লাশটি উদ্ধার করতে গেলে ওই নারীর মরদেহের পেট থেকে গর্ভজাত শিশুর লাশ বের হয়ে আসে। ভালুকা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, শনিবার ভোরে ভালুকা পৌর সদরের কলেজপাড়া থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে। থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় ভোরে ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়কের কলেজ এলাকায় ভ্যান গাড়িতে অজ্ঞাত নারীর (২৮) লাশ কে বা কারা ফেলে যায়।
×