ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুইপার দিয়ে চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

প্রকাশিত: ২৩:৫১, ২৪ সেপ্টেম্বর ২০১৬

সুইপার দিয়ে চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সুইপার দিয়ে চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক খাজা আবদুল গফুরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হচ্ছে,ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক মোজাম্মেল হক ও আবাসিক চিকিৎসক জেসমিন নাহার। খাজা আবদুল গফুর সাংবাদিকদের জানান, ঘটনা সত্য প্রমানিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, শুক্রবার ঢামেক হাসপাতালে বিপ্লব মণ্ডল (২৪) নামে এক রোগীর মৃত্যু হয়। অভিযোগ উঠে, ওই রোগীর চিকিৎসা করছিলেন সুমন নামে ঢামেকের এক সুইপার! সেই কারণেই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকবেশী সুমন নামের ওই স্ইুপারকে গণধোলাই দিয়ে রোগীর আত্মীয়-স্বজন ও উপস্থিত লোকজন তাকে পুলিশে সোপর্দ করে। বিপ্লব মণ্ডল কেরানীগঞ্জের মধ্যেরচর এলাকার বিনোদ মণ্ডলের ছেলে।
×