ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম

প্রকাশিত: ০৬:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৬

কলাপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ সেপ্টেম্বর ॥ তুলাতলী চৌরাস্তা থেকে তেগাছিয়া বাজার পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের পশ্চিম মধুখালী থেকে তেগাছিয়া অংশের চার কিলোমিটার অংশে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ এবং সরেজমিনে দেখা গেছে, তুলাতলী থেকে মধুখালী ব্রিজ পর্যন্ত অংশের কার্পেটিং ছাড়া বাকি কাজ শেষ হয়েছে। এছাড়া পশ্চিম মধুখালী থেকে তেগাছিয়া সড়কের সংযোগ পর্যন্ত বালু দেয়া হয়েছে। আর মধুখালী বেড়িবাঁধ থেকে তেগাছিয়া বাজার পর্যন্ত চলছে খোয়া দেয়ার কাজ। কোথাও লেভেল করা হচ্ছে। কোথাও রোলার দেয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ খোয়ার সঙ্গে কাদামাটি মেশানো রয়েছে। যা রাস্তায় দেয়া হচ্ছে। বালুর সঙ্গেও রয়েছে কাদামাটি। মধুখালী থেকে তেগাছিয়া বাজার পর্যন্ত এ অবস্থা চলছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যাচ্ছে-তাই কাজ করা হচ্ছে। এলজিইডি ডিপার্টমেন্ট রাস্তাটির নির্মাণ কাজ করছে। স্থানীয়রা এলজিইডির প্রকৌশলীদের কয়েকদফা অবহিত করেছেন। তারা বরাবর বলেছেন, পাম্প মেশিন লাগিয়ে খোয়া পানিতে ধুয়ে পরিষ্কার করা হবে। মাত্র দুই দিন তেগাছিয়া বাজার সংলগ্ন পয়েন্টে পাম্প মেশিন লাগানো হয়েছিল বলে জানা গেছে। এরপর আবার কাদামাখা খোয়া ও বালু দিয়ে চলছে রাস্তাটির নির্মাণ কাজ। তিনজন ঠিকাদার এ ছয় কিলোমিটার সড়কটির কাজ করছেন। প্রকৌশলী আতিকুর রহমান জানান, প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়-বরাদ্দ রয়েছে। তিন মিটার প্রস্থ, ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণ কাজ যথাসময় শেষ হবে বলে তিনি জানালেন। এছাড়া নিম্নমানের কিংবা কাদামাখা খোয়া-বালু ব্যবহার যেন করতে না পারে সেজন্য তারা নজর রাখছেন বলেও জানান।
×