ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের কাছে ৬৬ রানে পরাজিত বিসিবি একাদশ

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের ভরাডুবি

প্রকাশিত: ০৬:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০১৬

প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের ভরাডুবি

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। সেই দলের তিন ক্রিকেটার ইমরুল কায়েস, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত খেলেছেন প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে। কিন্তু তবু সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ক্রিকেট দলের কাছে ৬৬ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বিসিবি একাদশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পিনারদের দাপটে ৪৯.২ ওভারে মাত্র ২৩৩ রানে গুটিয়ে গিয়েছিল আফগানরা। জবাবে বিসিবি একাদশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগান স্পিনারদের দাপটে ৩৮.১ ওভারে মাত্র ১৬৭ রানেই গুটিয়ে যায়। টস জিতে আগে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল। শুরুটা বেশ সতর্কতার সঙ্গেই করেছিল আফগান ওপেনাররা। ৩০ রানের জুটিও গড়ে উঠেছিল। তবে পেসার আবু হায়দার রনি প্রথম উইকেট শিকার করেন নওরোজ মঙ্গলকে ফেরত পাঠিয়ে। এরপরই বিপর্যয়ে পড়ে তারা পেসারদের দারুণ বোলিংয়ের মুখে। ৪৭ রানেই ৩ উইকেট হারায়। কিন্তু হাশমতুল্লাহ শহীদি দারুণ ব্যাট করছিলেন। চতুর্থ উইকেটে আসগর স্ট্যানিকজাইয়ের সঙ্গে ৬৩ ও পঞ্চম উইকেটে রশিদ খানের সঙ্গে ৪১ রানের জুটি গড়ে দলকে ভাল একটি সংগ্রহের ভিত দেন তিনি। তবে স্পিনার মেহেদী হাসান মিরাজ বল হাতে আসার পর বেশিদূর এগোতে পারেনি আফগানরা। ৪৯.২ ওভারে ২৩৩ রানেই শেষ হয় তাদের ইনিংস। হাশমতুল্লাহ ৯৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৬৯ রান করেন। শেষদিনে মিরওয়াইস আশরাফের ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩২ রান এই সংগ্রহ গড়তে দারুণ সহায়ক ভূমিকা রেখেছিল। পেস অলরাউন্ডার আলাউদ্দিন বাবু ও মিরাজ তিনটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে বিসিবির ব্যাটিং লাইন আপ। মাত্র ৩৯ রানেই ৪ উইকেট খুইয়ে বিপদে পড়ে তারা। তবে তরুণ মোসাদ্দেক দারুণ ব্যাট করছিলেন। প্রথমবারের মতো এবার তিনি ওয়ানডে দলে সুযোগ করে নিয়েছেন। কিন্তু অপরপ্রান্তে তাকে কেউ সহায়তা দিতে পারেননি। মোহাম্মদ নবীর অফস্পিন আর রশিদের লেগস্পিনে অসহায় হয়ে পড়ে বিসিবির ব্যাটসম্যানরা। ষষ্ঠ উইকেটে শুভাগত হোম কিছুটা দৃঢ়তা দেখিয়ে মোসাদ্দেকের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু মোসাদ্দেক ৯৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করে বিদায় নেয়ার পর পরাজয় নিশ্চিত হয়ে যায় বিসিবির। শুভাগত ৩১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে ফিরে যান। ৩৮.১ ওভারে ১৬৭ রানে থমকে যায় বিসিবির ইনিংস। নবী মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করেন। স্কোর ॥ আফগানিস্তান ইনিংসÑ ২৩৩/১০; ৪৯.২ ওভার (হাশমতুল্লাহ ৬৯, মিরওয়াইস ৩২, আসগর ৩১, রশিদ ৩০; আলাউদ্দিন ৩/৩২, মিরাজ ৪৮/৩, হায়দার ২/২২, শুভাশিষ ২/৪৪)। বিসিবি একাদশ ইনিংসÑ ১৬৭/১০; ৩৮.১ ওভার (মোসাদ্দেক ৭৬, শুভাগত ৩৪, মিরাজ ১৫; নবী ৪/২৪, ফরিদ ২/১৯, রশিদ ২/২৫)। ফল ॥ বিসিবি একাদশ ৬৬ রানে পরাজিত।
×