ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মহিলা কলেজ হ্যান্ডবল

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬

মহিলা কলেজ হ্যান্ডবল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ট্রিট মহিলা কলেজ হ্যান্ডবল টুর্নামেন্ট’ আগামী সোমবার থেকে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে। টুর্নামেন্টে ১৩ কলেজ দল ৪ গ্রুপে অংশ নেবে। উদ্বোধনী খেলায় অংশ নেবে ভিকারুননিসা নূন বনাম নারায়ণগঞ্জ কলেজ। টুর্নামেন্টের বাজেট পাঁচ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ আরএফএল দেবে ৫ লাখ টাকা। বাকি টাকা দেবে ফেডারেশন। উল্লেখ্য, এই প্রতিযোগিতা সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। চার বছর আগের সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ইডেন কলেজ। এবারের প্রতিযোগিতায়ও আছে দলটি। টুর্নামেন্টের ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় রয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও প্রাণের ট্রিট ডেইরি মিল্ক চকোলেট। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা, টুর্নামেন্ট কমিটির সম্পাদক নূরুল ইসলাম, প্রাণ কনফেকশনারি লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার সাখাওয়াত আহম্মেদ সাকি, সহকারী ব্র্যান্ড ম্যানেজার ফারাজ হোসেন রুম্মান।
×