ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্লুইস গেট খুলে রাখায় ফসল ফলবে না ২১ হাজার হেক্টর জমিতে

প্রকাশিত: ০৩:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬

স্লুইস গেট খুলে রাখায় ফসল ফলবে না ২১ হাজার হেক্টর জমিতে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সøুইস গেটে মাছ বাণিজ্য করায় ভাতারমারিসহ তিনটি বড় বিল ও কয়েক ডজন ছোট খাল ও বিল এবারও মাছ শূন্যসহ প্রায় ২১ হাজার হেক্টর জমির বোরো ও নানান ধরনের ফসল হতে বঞ্চিত হবে কয়েক সহস্র কৃষক পরিবার। সøুইস গেটটির অবস্থান সদর থানা চত্বরের বিপরীতে মহানন্দা নদীর অপর পারের বারঘরিয়া অংশে। এই সøুইস গেটের বদৌলতে প্রায় তিন উপজেলার বুক চিরে ভাতারমারি বড় বিলের অবস্থান প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার জুড়ে। বর্ষা ও বন্যায় এটিকে বা বিলটিকে একটি নদী মনে হয়। এই বিশাল বিলটিতে পানি ধরে রাখার জন্য ষাটের দশকে একটি সøুইস গেট নির্মাণ করা হয়। মরিচার দাড়া নামের এই সøুইস গেটটি দিয়ে বিলের মধ্যে মহানন্দা নদী উপচিয়ে পানি প্রবেশ করে থাকে। বিলের ভরা পানিতে বোরোসহ নানান ধরনের ফসলের চাষ ও মাছ চাষ হয়ে থাকে। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে বন্যা না হওয়ার কারণে মাছ চাষ ও ফসলের আবাদ হচ্ছিল না। এবার অধিক বন্যার কারণে মহানন্দা নদীর পানি কমতে থাকে (আগস্ট-সেপ্টেম্বর) সøুইস গেটের সব দরজা বন্ধ করে দিলে পুরো পানি বিলে আটকিয়ে যায়। কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র। পাউবোর এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বেশ কিছু ইটভাঁটি মালিক হাত মিলিয়ে বিশাল বিলের পানি বের করে দিচ্ছে।
×