ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সার্টিফিকেট জালিয়াতি ॥ দুদকের মামলায় সাব-রেজিস্ট্রার জেলহাজতে

প্রকাশিত: ০৩:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬

সার্টিফিকেট জালিয়াতি ॥ দুদকের মামলায় সাব-রেজিস্ট্রার  জেলহাজতে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে সরকারী চাকরি হাতিয়ে নেয়ার অভিযোগে দুদকের মামলায় গ্রেফতারকৃত চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাসকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি টিম পেকুয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে তাকে গ্রেফতার করে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, অভিযুক্ত পরিতোষ কুমার দাস ১৯৮৫ সালের ২৭ মে মুজিবনগরী কর্মচারী হিসেবে সাব-রেজিস্ট্রার পদে মনোনীত হন। তিনি এইচএসসি পাস হলেও সার্টিফিকেট দাখিল করেছেন এমএসসি পাসের। ভুয়া তথ্য ও জাল সার্টিফিকেট দিয়ে সরকারী চাকরি করার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় মামলা রুজু করা হয়। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, পরিতোষ চাকরিতে যোগদান করেন ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর। তখন থেকে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত বেতন ও ভাতাদি বাবদ ১১ লাখ ১২ হাজার ৬৩৬ টাকা অবৈধভাবে গ্রহণ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
×