ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইকনদের পারিশ্রমিক বাড়ছে

প্রকাশিত: ০৭:২১, ২২ সেপ্টেম্বর ২০১৬

আইকনদের পারিশ্রমিক বাড়ছে

স্পোর্টস রিপোর্টার ॥ তিন আসর শেষ হয়ে গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের আসন্ন চতুর্থ সংস্করণে খেলা হবে শুধু ঢাকা ও চট্টগ্রামে। মূলত সব দলকে একসঙ্গে নিরাপত্তা দেয়ার বিষয়টি চিন্তা করেই বিপিএল গবর্নিং কাউন্সিল ঢাকা ও চট্টগ্রামে চতুর্থ আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আলোচনা শেষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, এবার বিপিএলে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হচ্ছে। এছাড়া আগের আসরে খেলা ক্রিকেটারদের দু’জনকে দলে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো এমন নিয়মও করা হচ্ছে। ঢাকা লীগের নিয়মে আগের আসরের ‘এ’ ক্যাটগরির দুই দেশী ক্রিকেটারকে রেখে দেয়ার সুযোগ পাচ্ছে বিপিএলের পুরনো পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। আগের আসরের ‘এ’ ক্যাটাগরির দুজন দেশী ক্রিকেটার রেখে দেয়ার বিষয়ে ইসমাইল হায়দার বলেন, ‘দেশী ‘এ’ ক্যাটাগরির দুইজন করে খেলোয়াড় তারা রেখে দিতে পারবে। বিদেশীদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তাছাড়া স্থানীয় শীর্ষ ক্রিকেটারদের পারিশ্রমিকেও কিছুটা অদল-বদল করা হবে। এ বিষয়ে মল্লিক বলেন, ‘স্থানীয় শীর্ষ খেলোয়াড়দের মূল্যটা রিভার্স করা হতে পারে।’ গত আসরে আইকন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল ৩৫ লাখ টাকা। সেখানে ‘বি’ ক্যাটাগরির বিদেশী খেলোয়াড় যেমন সাঈদ আজমল কিংবা ব্র্যাড হগরা পেয়েছেন প্রায় ৩৯ লাখ টাকা করে। এ কারণে বেশ সমালোচনা হয়েছিল। কারণ আইকন হয়েও বিদেশী ক্রিকেটারদের তুলনায় কম পারিশ্রমিক পাওয়াটা হাস্যকর। এ কারণে এবার আইকনদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×