ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড়ই ক্লান্ত সেরেনা!

প্রকাশিত: ০৭:১৬, ২২ সেপ্টেম্বর ২০১৬

বড়ই ক্লান্ত সেরেনা!

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি নিয়ে দীর্ঘ সময় ধরে প্রথম সারির টেনিস খেলেছেন সেরেনা উইলিয়ামস। কিন্তু আর নয়। মার্কিন এই টেনিস তারকা এবার জানিয়েছেন, দীর্ঘদিন ইনজুরি নিয়ে খেলে এখন বেশি ক্লান্তবোধ করছেন তিনি। মূলত সেজন্যই গত সপ্তাহে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। আর মৌসুমের শেষ মুহূর্তের এই ছুটিটা দারুণ উপভোগ করেছেন সেরেনা উইলিয়ামস। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইন্সটাগ্রামে তার বেশ কিছু ছবিও পোস্ট করেছেন সেরেনা। বিকিনি পরিহিত সেরেনা নিজের আকষর্ণীয় ফিগারকেও দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আগামী সপ্তাহেই পয়ত্রিশে পা রাখবেন টেনিসের এই কৃষ্ণকলি। কিন্তু বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেরেনা যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছেন। তবে পারফর্মেন্সে কিন্তু ঠিকই ভাটা পড়ে গেছে তার। চলতি মাসেই ইউএস ওপেনের সেমিফাইনালে ক্যারোলিনা পিসকোভার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। আর এই হার শুধু ইউএস ওপেনের শিরোপার দৌড় থেকেই তাকে দূরে ঠেলে দেয়নি বরং বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হাতছাড়া হয়েছে সেরেনার। কিন্তু এর আগে দীর্ঘ সময় ধরে এ খেতাবটি নিজেরই করে নিয়েছিলেন তিনি। এবার তাকে হটিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান স্থানটি দখল করে নিয়েছেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। এবারই প্রথম টেনিসের মহিলা এককের চূড়ায় উঠেন তিনি। তবে এর জন্য ইনজুরিকেই দায়ী করেছেন সেরেনা। এ প্রসঙ্গে আমেরিকান তারকার ভাষ্য, ‘গত কয়েক বছর ধরে কাঁধ ও হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াই করছি কিন্তু কখনই খেলাটা বন্ধ করেননি। কিন্তু এ মৌসুমে যেন আর পেরে উঠতে পারিনি।’ ইউএস ওপেনে হারার পর হতাশাটা যেন একটু জোরের সঙ্গেই জেঁকে বসেছে। তাই আবার কবে কোর্টে ফিরবেন তা নিয়ে এখনই ভাবতে চাইছেন না সেরেনা। এখন তিনি চান পুরোপুরি ভাবে ফিট হতে। তার পরই জানাবেন কবে ফিরবেন টেনিস কোর্টে। এই মৌসুমে সেরেনার সূচীতে আরও তিনটি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে। যার দুটিই অনুষ্ঠিত হবে চীনে। তৃতীয়টি হলো মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ। আগামী ২৪ অক্টোবর থেকে সিঙ্গাপুরে শুরু হবে এই আসর। চোটের কারণে গত মৌসুমেও এশিয়ার এই সফর মিস করেছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। তবে এবার তিনি মিস করবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। গত সপ্তাহে সেরেনা উইলিয়ামস আলো ছড়িয়েছেন নিউইয়র্ক ফ্যাশন উইকেও। শুধু তাই নয়, এরপর ফ্রান্সে নোভাক জোকোভিচের সঙ্গে টেনিস একাডেমির উদ্বোধন করেন সেরেনা উইলিয়ামস। প্যাট্রিক মোউরাতোগোউ নিজের নামে এই একাডেমি খোলেন। এখানে তিনি কোচ হিসেবেও কাজ করবেন। এর আগে ১৯৯৬ সালে প্রথম টেনিস একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন মোউরাতোগোউ। মোউরাতোগোউ একাডেমি বর্তমানে ইউরোপের অন্যতম সেরা একাডেমিতে রূপ নিয়েছে। এখানে ৫ থেকে ২৫ বছর বয়স পর্যন্ত খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হয়। এ একাডেমি থেকে ভবিষ্যতের তারকা খেলোয়াড় তৈরি হবে বলেও আশা করেন বর্তমান টেনিসের সেরা দুই তারকা সেরেনা উইলিয়ামস এবং নোভাক জোকোভিচ।
×