ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চক্ষু হাসপাতালের প্রশংসায় অরবিস প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৪:২৯, ২২ সেপ্টেম্বর ২০১৬

চক্ষু হাসপাতালের প্রশংসায় অরবিস প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ‘অরবিস ইন্টারন্যাশনাল ইউএসএর প্রেসিডেন্ট ও সিইও বব র‌্যাঙ্ক। তিনি বলেন, এই হাসপাতাল বাংলাদেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিম-লে অন্ধত্ব নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বব্যাপী এই হাসপাতালের সুনাম শুনেছি, সরেজমিনে বিভিন্ন বিভাগ পরিদর্শনে আজ আমি মুগ্ধ। অরবিস ইন্টারন্যাশনাল ইউএসএর প্রেসিডেন্ট বব র‌্যাঙ্ক বুধবার সকালে হাসপাতাল পরিদর্শন শেষে কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। গজারিয়ায় সন্ত্রাস বিরোধী মিছিল স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় সন্ত্রাস ও জঙ্গীবিরোধী মিছিল হয়েছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগ শাখা কমিটির উদ্যোগে ভবেরচর লক্ষ্মীপুর গ্রামের মোড় থেকে বের হয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি ভবেরচর বাসস্ট্যান্ড বহুমুখী সমবায় সমিতি এলাকায় এসে শেষ হয়। পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা সৈনিক লীগ সভাপতি সাইদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক নিলয় আহম্মেদ আওলাদ খালাসী, গজারিয়া উপজেলা সৈনিক লীগ সভাপতি মাহবুব আলম শিপলু, ফজলুল করিম, ডালিম, শফিক, আবু সালেহসহ সংগঠনের নেতা কর্মী। এছাড়া টঙ্গীবাড়ি উপজেলার কাইচমালধা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার জঙ্গী ও সন্ত্রাসবিরোধী সভা হয়েছে। মির্জাপুরে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২১ সেপ্টেম্বর ॥ উপজেলার মঈননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। জানা গেছে, সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি বাইরে যায়। এ সময় রাজাবাড়ি গ্রামের রিপন, মনির ও পার্শ্ববর্তী গবড়া গ্রামের খোকন গামছা দিয়ে মুখ বেঁধে পাশের ডালায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে যায়। বিনামূল্যে ঢেউটিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২১ সেপ্টেম্বর ॥ বুধবার সকাল ১০টায় সদর উপজেলা চত্বরে ঘূর্ণিঝড় রোহানুতে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য টাকার চেক বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদ প্রমুখ। এক শ’ ১৭ ক্ষতিগ্রস্তের মাঝে এক শ’ ৮৫ বান ঢেউটিন ও পাঁচ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ সেপ্টেম্বর ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত কেরানীগঞ্জের ৮শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, ভুট্টার বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম প্রমুখ।
×