ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য নির্যাতন ॥ গৃহবধূ হাসপাতালে

প্রকাশিত: ০৪:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৬

যৌতুকের জন্য নির্যাতন ॥ গৃহবধূ হাসপাতালে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে যৌতুকের জন্য সাথী আক্তার (২০) নামে এক গৃহবধূকে পৈশাচিক নির্যাতন করেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। বেপরোয়া মারপিট ও নির্যাতনের পর প্লাস দিয়ে ওই গৃহবধূর দু’হাত ও দু’পায়ের সব নখ টেনে প্রায় আগলা করে দিয়েছে। একপর্যায়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়। ফাঁস লাগানোর সময় ভিকটিমের আত্মচিৎকারে লোকজন ছুটে আসায় তিনি প্রাণে রক্ষা পান। তাকে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বিবরণ ও ভিকটিম পরিবার সূত্রে প্রকাশ, মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের মৃত আবু সাঈদ শেখের ছেলে তরিকুল ইসলামের (৩০) সঙ্গে প্রায় এক বছর আগে চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের জাফর মুন্সির মেয়ে সাথি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় দুই লাখ টাকা এবং পরে আরও ত্রিশ হাজার টাকা যৌতুক নেয় স্বামী। এরপর আবারও এক লাখ টাকা যৌতুকের জন্য অসহ্য নির্যাতন করতে থাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় পৈশাচিক অত্যাচার করা হয়। খবর পেয়ে সাথীর আত্মীয়স্বজন ওই বাড়িতে গেলে তাদের সামনেও অমানুষিক নির্যাতন করতে থাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। পরে থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাবি শিক্ষিকার আত্মহত্যায় প্ররোচনাকারীর বিচার দাবি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার সঠিক তদন্ত ও প্ররোচনাকারীর বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিভাগের সামনে থেকে একটি শোকর‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে অংশ নেয়। এ সময় বিভাগের দু’শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা বলেন, কতটা শারীরিক ও মানসিক চাপের মধ্যে থাকলে একজন মানুষ আত্মহত্যার মুখোমুখি হতে পারে। শিক্ষার্থীরা আত্মহত্যার সঠিক তদন্ত ও প্ররোচনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কেরানীগঞ্জ স্কুলের জমি উদ্ধার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ সেপ্টেম্বর ॥ রামেরকান্দা ইস্পাহানী উচ্চ বিদ্যালয় ও ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজের জমি উদ্ধার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সকালে মানববন্ধন হয়েছে। ঢাকা-নবাবগঞ্জ সড়কের বোর্ডিং এলাকায় সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল ও কলেজের কয়েকশ’ ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। জানা যায়, ইস্পাহানী উচ্চ বিদ্যালয় ও ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজের নামে রোহিতপুর বোর্ডিং এলাকায় বেশ কিছু জমি রয়েছে। সেখান থেকে ২২ শতাংশ জমি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছে। সম্প্রতি স্থানীয় প্রশাসনের সহায়তায় বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ জমি উদ্ধারের জন্য দখলদারদের উচ্ছেদ করে। ইস্পাহানী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু জানান, ১৯৮৬ সালে ওই জমি আব্দুল গনি সোলেনামার মাধ্যমে স্কুল ও কলেজের নামে দিয়ে যান। কিন্তু স্থানীয় ভূমিদস্যু শফিউদ্দিন, কফিলউদ্দিন, ইদ্রিস ও আব্দুল হক জমিটি দীর্র্ঘদিন জবরদখল করে রাখে এবং দোকানঘর তুলে ভাড়া আদায় করছে।
×