ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়তি টাকা আদায়সহ নানা অনিয়ম

খুলনায় খেয়াঘাট বেহাল ॥ যাত্রী দুর্ভোগ

প্রকাশিত: ০৪:১৬, ২২ সেপ্টেম্বর ২০১৬

খুলনায় খেয়াঘাট বেহাল ॥ যাত্রী দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার অধিকাংশ খেয়াঘাট বেহাল। ঘাটগুলো যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নদী পারাপারে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নদ-নদীতে যখন ভাটা থাকে তখন হাঁটু কাদা ভেঙ্গে কিনারে উঠতে হয়। খেয়া নেই, ঘাট নেই, তার ওপর ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। খেয়াঘাটে যাত্রী দুর্ভোগ লাঘবের জন্য ভুক্তভোগীরা সংশি¬ষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছে। জানা গেছে, একাধিক নদী ভরাট হয়ে যাওয়ার কারণে খুলনার অনেক খেয়াঘাট ইতোমধ্যে বিলুপ্ত হয়েছে। বর্তমানে মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে শতাধিক খেয়াঘাট রয়েছে। স্থানভেদে এই ঘাটগুলো সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কর্তৃক ইজারা প্রদানকৃত। শহর সংলগ্ন ঘাটগুলোর অবস্থা তুলনামূলক ভাবে ভাল হলেও গ্রামাঞ্চলের অধিকাংশ খেয়াঘাটের অবস্থা নাজুক। ঘাট ভাল না থাকায় পানি কাদা ঠেলে নৌকা বা ইঞ্জিনচালিত নৌকায় উঠে যাত্রীদের নদী পারাপার হতে হয়। টোল আদায়ের ক্ষেত্রে বিভিন্ন ঘাটে ইজারাদারের লোকজন বেপরোয়া আচরণ করে থাকে। নানা অজুহাতে তারা অতিরিক্ত টোল আদায় করে। এ নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে বচসা ও দুর্ব্যবহারের ঘটনা ঘটছে। এ সকল খেয়াঘাট থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় হলেও ঘাট সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কারও কোন মাথাব্যথা নেই। স্থানীয় সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলায় অনেক ঘাট বিলুপ্ত হওয়ার পরেও সেখানকার বিভিন্ন নদ-নদীতে ২০টির অধিক খেয়াঘাট চালু রয়েছে। পাইকগাছা পৌর বাজার সংলগ্ন খেয়াঘাটের দুই পাড়ের অবস্থা খুবই করুণ। এই উপজেলার বেতবুনিয়া-গড়ইখালী, বোয়ালিয়া-রাড়ুলী, লতা-জিরবুনিয়া-মুনকিয়া, সোনাখালী-খড়িয়া, লতা-দেলুটি, সোলাদানা, আমুরকাটা, খড়িয়া, চৌমুহনী-খড়িয়া-পাতড়াবুনিয়া, আগড়ঘাটা-শাহাজাতপুর, সাহাপাড়া-বড়দল, চাঁদখালী-বড়দল, বাইনতলা-খড়িয়া, আলমতলা-লস্কর, বাতিখালী-কড়ুলিয়া, ওয়াপদা ঘাট-কড়ুলিয়াসহ অন্যান্য খেয়াঘাটের অবস্থাও খুব নাজুক। খুলনা মহানগরীর দৌলতপুর বাজার খেয়াঘাটের অবস্থা খুবই খারাপ। এছাড়া দিঘলিয়া উপজেলার দেয়ারা, বেলেঘাটা, মোকামপুর, বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা বাজার ঘাট, ফুলতলা মঠ ঘাট, হালিয়া- গোপালখালী খেয়াঘাটসহ দাকোপ, কয়রা, রূপসাসহ অন্যান্য উপজেলার বেশিরভাগ খেয়াঘাটের অবস্থা খুবই নাজুক।
×