ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌতুক না পেয়ে গৃহবধূকে বর্বর নির্যাতন

প্রকাশিত: ০৬:৪১, ২১ সেপ্টেম্বর ২০১৬

যৌতুক না পেয়ে গৃহবধূকে বর্বর নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২০ সেপ্টেম্বর ॥ ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্বামী ইমরান হোসেন পিটিয়ে আহত করেছে স্ত্রীকে। স্থানীয় লোকজন গৃহবধূ রুমা আক্তারকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযোগে জানা যায়, ভালুকা উপজেলার পাড়াগাঁও গুচ্ছগ্রামের সাইফুল ইসলামের পুত্র ইমরান হোসেন (৩২) চার বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া উত্তরপাড়া গ্রামের রমিজ উদ্দিনের কন্যা রুমা আক্তারকে (১৯) বিয়ে করে। বিয়ের সময় পিত্রালয় থেকে দুই লাখ টাকা যৌতুক হিসেবে স্বামী ইমরানকে দেয়া হয়। বিয়ের পর থেকেই ইমরান আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে রুমাকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে। গরিব পিতা যৌতুকের টাকা দিতে না পারায় রবিবার রাতে ইমরান হোসেন পিটিয়ে রুমাকে মারাত্মক আহত করে ঘরে আটকে রাখে। কুমিল্লার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী প্রাথমিক শিক্ষায় অবদান প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান-২০১৬ নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ উপলক্ষে সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রামে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এদিকে, মেজর (অব) মোহাম্মদ আলী শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নানা শ্রেণী-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। Ñবিজ্ঞপ্তি কাজির কারাদ- নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২০ সেপ্টেম্বর ॥ বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে মানিকগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাজি মহম্মদ মোশারফ হোসেনের ১৫ দিনের বিনাশ্রম কারাদ- হয়েছে। মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদ শাহাদৎ খোন্দকার এই রায় দেন। জানা গেছে, ২৩ আগস্ট মহম্মদ মোশারফ হোসেন আটিগ্রামে একটি বিয়ে পড়ান। কনের আসল নাম গোপন করে ও বয়স বাড়িয়ে এফিডেভিটের মাধ্যমে এই বিয়ে পড়ানো হয়। বিষয়টি জানতে পারেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার নিজ কার্যালয় থেকে পুলিশ ওই কাজিকে গ্রেফতার করে। জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্প উদ্বোধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার আরবপুর ইউনিয়নে মঙ্গলবার বিকেলে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আরবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোগে ‘শিশুর জন্মের পর প্রয়োজন, ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন’ শিরোনামে ভেকুটিয়া শেখপাড়ায় দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়। আরবপুর ইউনিয়নের সকল নাগরিকের শতভাগ অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং সনদ প্রদানের লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ুন কবীর।
×