ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেহেন্দিগঞ্জ

৩৫ হাজার পরিবার ঈদের ভিজিএফ চাল এখনও পায়নি

প্রকাশিত: ০৬:৪১, ২১ সেপ্টেম্বর ২০১৬

৩৫ হাজার পরিবার ঈদের ভিজিএফ চাল এখনও পায়নি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ৩৫ হাজার অসহায় দুস্থ পরিবার এখনও ঈদ-উল-আযহার বরাদ্দকৃত বিশেষ খাদ্য সহায়তা ভিজিএফের চাল পায়নি। একটি ইউনিয়নের দুস্থরা চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্বের কারণে এখনও ভিজিএফের চাল পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্রমতে, ঈদ-উল-আযহার সময় খাদ্যগুদামে চাল সঙ্কটের কারণে ১৩টি ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নের চেয়ারম্যানরা ২৫০ টন চাল উত্তোলন করে গরিব, অসহায় পরিবারেরর মাঝে বিতরণ করেন। ঈদের পরেরদিন থেকে খাদ্যগুদামে সরকারী বরাদ্দকৃত চাল এলেও ঈদের সাতদিন অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত বাকি সাতটি ইউনিয়নের ৩৫ হাজার দুস্থের মধ্যে ভিজিএফের বরাদ্দকৃত চাল বিতরণ না করায় এসব পরিবারের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ঈদ উপলক্ষে সরকার উপজেলায় ৬৫ হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে ৬শ’ টন ভিজিএফের চাল বরাদ্দ করে। আরও জানা গেছে, ভাষানচর, আলিমাবাদ, চরএককরিয়া, আন্দারমানিক, চাঁনপুর, লতা, বিদ্যানন্দপুর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৩৫০ টন চাল চেয়ারম্যানরা উত্তোলন না করায় সেই চালগুলো গুদামেই রয়েছে। এ ব্যাপারে খাদ্য পরিদর্শক মোঃ আলাউদ্দিন জানান, ঈদের পরের দিন থেকেই গুদামে চাল মজুদ করে চেয়ারম্যানদের ভিজিএফের চাল উত্তোলনের জন্য একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও তারা বরাদ্দকৃত চাল উত্তোলন করছেন না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাজী আলিমউল্লাহ জানান, চাল উত্তোলনে চেয়ারম্যানদের গাফিলতি রয়েছে। যে সকল ইউনিয়নে নির্দিষ্ট সময়ের মধ্যে চাল উত্তোলন করা হয়নি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, শীঘ্রই দুস্থদের মাঝে চাল বিতরণ করা হবে।
×