ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, পোগবাকে সতর্ক করলেন কোচ মরিনহো

হ্যাটট্রিক হারে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ০৬:০১, ১৯ সেপ্টেম্বর ২০১৬

হ্যাটট্রিক হারে বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যাটট্রিক হারে রীতিমতো বিধ্বস্ত, ক্লান্ত, হতাশ ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ পরাশক্তিরা এক সপ্তাহে টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে। রবিবার সন্ধ্যায় ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ওয়াটফোর্ডের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানইউ। ইপিএলে এটি রেড ডেভিলসদের টানা দ্বিতীয় হার। ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হারের পর উয়েফা ইউরোপা লীগে হল্যান্ডের ক্লাব ফেয়েনর্ডের কাছে ১-০ গোলে হারে জোশে মরিনহোর দল। আগের ম্যাচে হেরেই ম্যানইউর টানা পরাজয়ে যুক্ত হয়েছিল স্পেশাল ওয়ানের নাম। এবার অগৌরবের রেকর্ডটি আরও মজবুত হয়েছে। এই নিয়ে ইউরোপিয়ান আসরগুলোতে প্রতিপক্ষের মাঠে টানা পাঁচ ম্যাচ হারল ম্যানইউ। অথচ তারকা কোচ মরিনহোকে পেয়ে ইপিএলের নতুন মৌসুম বেশ দাপটের সঙ্গেই শুরু করেছিল রেকর্ড সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচে জয় পেয়ে উড়ছিল মরিনহোর দল। কিন্তু ম্যানচেস্টার ডার্বিতে হারের পর থেকেই ছন্দপতনের শুরু। টানা তিন ম্যাচ হেরে এখন চাকরি নিয়েই টানাপোড়েন শুরু হয়ে গেল কোচ মরিনহোর। এই হারে পাঁচ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে অবস্থান করছে ম্যানইউ। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে। ওয়াটফোর্ডের মাঠে ম্যাচের শুরু থেকেই ধুঁকতে থাকে ম্যানইউ। ১৭ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ট্রয় ডিনির জোরালো হেড কোন রকমে এক হাত দিয়ে রুখে দলকে রক্ষা করেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। চার মিনিট পর ফাঁকায় বল পান জ¬াতান ইব্রাহিমোভিচ। কিন্তু সুইডিশ স্ট্রাইকারের নেয়া শট পাশের জালে লাগে। ৩০ মিনিটে ভাগ্যের ফেরে ফের গোলবঞ্চিত হয় ইউনাইটেড। বর্তমান বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় পল পোগবার ২৫ গজ দূর থেকে আচমকা শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। শুরু থেকেই বেশ ছন্দে খেলা ওয়াটফোর্ড ৩৪ মিনিটে এগিয়ে যায়। ডাচ্ ডিফেন্ডার ডারিল ইয়ানমাটের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ফরাসী মিডফিল্ডার এটিয়েন কাপু লক্ষ্যভেদ করেন। বিরতির পর ৬২ মিনিটে মার্কাশ রাশফোর্ডের গোলে সমতা ফেরায় ম্যানইউ। রাশফোর্ডের সঙ্গে একবার বল দেয়া নেয়া করে বাঁদিক দিয়ে ডি বক্সে ঢুকে ক্রস দেন ইব্রাহিমোভিচ। প্রথম প্রচেষ্টায় মাথা ছোঁয়াতে ব্যর্থ হলেও প্রতিপক্ষের গায়ে লাগা বল গোলমুখে বল পেয়ে যান রাশফোর্ড। সেই বল সহজেই জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচের শেষ ১০ মিনিটে দুর্দান্ত ফুটবল খেলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড। ৮৩ মিনিটে জুয়ান কামিলো জুনিগার নৈপুণ্যে ফের এগিয়ে যায় ওয়াটফোর্ড। বাইলাইনের কাছ থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার রবের্টো পেরেইরার কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান কলম্বিয়ান ডিফেন্ডার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯৫ মিনিট) স্পটকিক থেকে বল জালে পাঠিয়ে ওয়াটফোর্ডের জয় নিশ্চিত করেন ডিনি। বেলজিয়ামের মিডফিল্ডার মারোয়ান ফেলাইনি নিজেদের ডি বক্সে জুনিগাকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সর্বোচ্চ মূল্যে দল বদলের বিশ্বরেকর্ড তকমাকে ভুলে গিয়ে দল ও খেলার প্রতি মনোযোগ দিতে মিডফিল্ডার পোগবার প্রতি অনুরোধ জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মরিনহো। গ্রীষ্মকালীন দল বদলের বাজারে ২৩ বছর বয়সী ফরাসী মিডফিল্ডারকে জুভেন্টাস থেকে দলে নিতে ইউনাইটেডকে ৮৯ মিলিয়ন পাউন্ড (১১৫.৭ মিলিয়ন মার্কিন ডলার, ১০৩.৭ মিলিয়ন ইউরো) গুনতে হয়েছে। যা অতীতের সব রেকর্ডকে ভঙ্গ করেছে। কিন্তু প্রিমিয়ার লীগে এ পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পোগবা। মরিনহো মনে করেন, সবকিছুকে পেছনে ফেলে পোগবার উচিত নিজের পারফর্মেন্সের প্রতি মনোযোগী হওয়া। যদিও তিনি মনে করেন, বিশ্ব রেকর্ডধারী খেলোয়াড়ের দিকে সবার নজর একটু বেশি থাকে। পোগবার ক্ষেত্রেও তাই হয়েছে। পোগবাকে দলে পেতে ইউনাইটেড যে পরিমাণ অর্থ ব্যয় করেছে সেটা হয়ত অন্য ক্লাবও করতে পারত। কিন্তু পোগবার সঙ্গে চুক্তির বিষয়টি নিয়ে এখন আর আলোচনা না করাই ভাল। তাকেও সেটা বুঝতে হবে। প্রথম সপ্তাহটা তার খুব একটা ভাল যায়নি। এর পেছনে অবশ্য ইউরো ফাইনাল, প্রাক-মৌসুমে কোন ম্যাচ না খেলা, ছুটি ও বিশ্রাম থেকে ফিরে আসাÑএসবই নিয়ামক হিসেবে কাজ করেছে।
×