ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাষণ চুরির জন্য দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০৫:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০১৬

ভাষণ চুরির জন্য দুঃখ প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণ চুরির জন্য দুঃখ প্রকাশ করেছেন নাইজিরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি। এ মাসের ৮ তারিখ ‘আমাকে দিয়ে পরিবর্তন শুরু’ কর্মসূচী উদ্বোধন উপলক্ষে বুহারি যে ভাষণটি দেন তা অবিকল ২০০৮ সালে নির্বাচনে জয়লাভের পর ওবামার ভাষণ বলে সমালোচনা ওঠায় তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। নাইজিরিয়ার সাংবাদিক আদেওলা আকিনরেমি শুক্রবার দিসডে সংবাদপত্রে তার কলামে লেখেন যে, প্রেসিডেন্ট সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহবান জানালেও নিজের সততা ও আন্তরিকতাকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। এ বিষয়ে বুহারি ওবামার কাছে ফোনে দুঃখ প্রকাশ করে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। আগামী সপ্তাহে নিউইয়র্কে জতিসংঘ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে আলোচনার কথা রয়েছে। -গার্ডিয়ান
×