ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শুক্রবার শিল্পকলার মঞ্চে আসছে নৃত্যনাট্য শকুন্তলা

প্রকাশিত: ০৫:৪১, ১৯ সেপ্টেম্বর ২০১৬

শুক্রবার শিল্পকলার মঞ্চে আসছে নৃত্যনাট্য শকুন্তলা

স্টাফ রিপোর্টার ॥ প্রাচীন যুগের ভারতীয় কবি কালীদাস। কবিতা লেখার পাশাপাশি নাটক রচনায়ও সিদ্ধহস্ত ছিলেন এ প্রখ্যাত কবি। অভিজ্ঞানা শকুন্তলম নামে তার রচিত নাটকের নির্যাসে এবার নির্মিত হয়েছে শকুন্তলা শিরোনামে নৃত্যনাট্য। নৃত্যনাট্যটি মঞ্চে নিয়ে আসছে নাচের দল ভাবনা। প্রযোজনাটির পরিচালনায় রয়েছেন সামিনা হোসেন প্রেমা। শুক্রবার সন্ধ্যায় নৃত্যনাট্যটি উপস্থাপিত হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। নৃত্যনাট্যটি প্রসঙ্গে ভাবনার পরিচালক সামিনা হোসেন প্রেমা বলেন, অভিজ্ঞানা শকুন্তলম নাটকটি ঘটনাবহুল। এর মাঝে রয়েছে অনেক বার্তা। সে কারণেই সংস্কৃত ভাষার ওই নাটকের নির্যাস নিয়ে নির্মিত হয়েছে নৃত্যনাট্যটি। পুরো পরিবেশনায় অংশ নেবে এ দেশের ২৫ থেকে ৩০ জন নৃত্যশিল্পী। এছাড়া শকুন্তলা প্রযোজনাটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। নজরুলের নয়টি গান ব্যবহৃত হয়েছে এ নৃত্যনাট্যে। মণিপুরিভিত্তিক হলেও কত্থক, ছৌ, রাইবেশেসহ বেশকিছু শাস্ত্রীয় নাচের সম্মিলন থাকবে এ পরিবেশনায়। সব মিলিয়ে প্রযোজনাটিতে মিলবে নতুনত্বের সন্ধান। কারণ, এর আগে নজরুলের গান এত চমকপ্রদ করে খুব কমই ব্যবহার করা হয়েছে। গানগুলোর যথার্থ ব্যবহারের কারণে পরিবেশনাটিতে যুক্ত হয়েছে অনেক বেশি নান্দনিকতা। আশা করছি, সবার কাছেই ভাল লাগবে প্রযোজনাটি। পুরো নৃত্যনাট্যের জন্য কাজ করেছেন ঢাকা ও কলকাতার একঝাঁক শিল্পী। নজরুলের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শিল্পী খায়রুল আনাম শাকিল ও প্রিয়াঙ্কা গোপ। এছাড়া সম্মিলিত গানে কণ্ঠ দিয়েছেন এ দেশের একদল তরুণ কণ্ঠশিল্পী। এছাড়াও গান করেছেন কলকাতার শীর্ষ রায় ও সুমন সরকার। সুমনের সঙ্গীত পরিচালনায় নৃত্যনাট্যের পোশাক পরিকল্পনা করেছেন তাহসিনা শাহিন। জয়ন্ত চট্টোপাধ্যায়ের সহায়তায় চিত্রনাট্য লিখেছেন আলোময় বিশ্বাস। দর্শনীর বিনিময়ে দর্শকরা উপভোগ করতে পারবেন নৃত্যনাট্যটি। প্রদর্শনীর দিন অনুষ্ঠান প্রাঙ্গণ ছাড়াও আগাম টিকেট করা যাবে ঃরপশবঃপযধর.পড়স থেকে। উদীচীর সপ্তাহব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা ॥ আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী নৃত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের নাটক ও নৃত্য বিভাগ। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর পুরানা পল্টনে মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের ছয়তলায় উদ্বোধন হবে এ কর্মশালা। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ কর্মশালার ক্লাস। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন কামরুল হাসান ফেরদৌস। এবারের কর্মশালায় মূলত ভরতনাট্যম এবং লোকনৃত্যের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। নৃত্যশিল্প বিষয়ে আরও ভাল করে জানা এবং এর চর্চা বৃদ্ধিই এ কর্মশালার মূল উদ্দেশ্য। উদীচী কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক কংকন নাগ জানান, কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ধরা হয়েছে ৫০০ টাকা। কর্মশালার আবেদনপত্রের জন্য এসএম নজরুল ইসলাম (০১৬৭৭-১৯৮৬৮৯) এবং কংকন নাগের (০১৯৩৩-৭৩০৬৬৮) সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া উদীচী কেন্দ্রীয় কার্যালয় (১৪/২, তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর।
×