ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাকে কুপিয়ে হত্যার পর মানসিক ভারসাম্যহীন ছেলের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৬:১০, ১৮ সেপ্টেম্বর ২০১৬

মাকে কুপিয়ে হত্যার পর মানসিক ভারসাম্যহীন ছেলের আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে মানসিক রোগাক্রান্ত পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। হতভাগ্য মায়ের নাম কুমকুম চৌধুরী (৫৬)। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মানসিক ভারসাম্যহীন পুত্রের নাম সুমিত চৌধুরী (২০)। শনিবার দুপুরে গোসাইল ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মায়ের মৃতদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী মানসিক রোগাক্রান্ত সুমিতকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাকে হত্যার পর সুমিত নিজেও ধারালো অস্ত্র দিয়ে আত্মহননের চেষ্টা করে। জানা গেছে, নগরীর গোসাইলডাঙ্গা এলাকার সরকার টাওয়ারে কুমকুম থাকতেন দুই পুত্রকে নিয়ে। তাদের বাবা চাকরির সুবাদে ঢাকায় থাকেন। শনিবার দুপুরে সুমিত ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কুপিয়ে মাকে জখম করে। এরপর গলা কেটে মায়ের মৃত্যু নিশ্চিত করে। ঘটনার পর দুপুরে সুমিতের বড় ভাই অমিত ভাত খেতে বাসায় এসে দেখে মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। এমনকি সুমিত নিজেও ধারালো অস্ত্র দিয়ে আত্মহননের চেষ্টা করে। এমন পরিস্থিতি দেখে দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত কুমকুমের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। এ বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সুমিত।
×