ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রিক্সাচালককে গুলি

পাঁচ হাজার টাকার মুচলেকায় যুবলীগ নেতার জামিন

প্রকাশিত: ০৬:০২, ১৮ সেপ্টেম্বর ২০১৬

পাঁচ হাজার টাকার মুচলেকায় যুবলীগ নেতার জামিন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে নির্ধারিত ৪০ টাকা ভাড়া চাওয়ায় রিক্সাচালককে গুলি চালানোর মামলায় পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন পেয়েছেন যুবলীগ নেতা ইউসুফ সরদার সোহেল। পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল। কিন্তু মামলার বাদী রিক্সাচালক কবির উদ্দিন আসামির জামিনে তার কোন আপত্তি নেই জানালে, আদালত আসামিকে জামিন দেন। আসামির পক্ষে বাদীর অবস্থান নেয়ার আদালত পাড়ায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। এ মামলায় সোহেল দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, এক সঙ্গীকে নিয়ে রাজধানীর মহাখালী এলাকা থেকে বনানী থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল একটি রিক্সায় চড়েন। ভাড়া চল্লিশ টাকা। বনানীর ২ নম্বর সড়কে গেলে সোহেল রিক্সা থেকে নেমে চলে যাচ্ছিলেন। এ সময় রিক্সাচালক ভাড়ার টাকা দাবি করেন। এতে উত্তেজিত হয়ে সোহেল রিক্সাচালক কবির উদ্দিনের পায়ে গুলি চালায়। স্থানীয়রা রিক্সাচালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি আশঙ্কামুক্ত। এমন ঘটনার পর সোহেল নিজেই থানায় গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে গুলি চালিয়েছেন বলে জানান। পরবর্তীতে গণমাধ্যমের খবরের ভিত্তিতে পুলিশ শুক্রবার দুপুরে সোহেলকে লাইসেন্স করা পিস্তলসহ গ্রেফতার করে। শনিবার তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন বনানী মডেল থানার এসআই রিপন কুমার। রিমান্ড আবেদনে বলা হয়, রিক্সাচালককে গুলি করার আসল রহস্য, আসামির নাম-ঠিকানা-পরিচয় আরও নিশ্চিত হওয়ার জন্য আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরী। অন্যদিকে পুলিশ রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন সোহেলের কৌঁসুলিরা। এ সময় রিক্সাচালক কবির আদালতে দাঁড়িয়ে আসামির জামিনের ক্ষেত্রে তার কোন আপত্তি নেই বলে জানান। বাদীর এমন দাবির মুখে ঢাকার মহানগর হাকিম গোলাম নবী রিমান্ডের আবেদন নাকচ করে সোহেলকে পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিনের আদেশ দেন। আসামির পক্ষে অবস্থান নিয়ে বাদীর কথা বলা নিয়ে আদালত পাড়ায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। এতে অর্থ লেনদেনের বিষয় থাকতে পারে বলেও কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন। সূত্র বলছে, ঘটনার সময় সোহেল মাতাল অবস্থায় ছিল। সে গুলি চালানোর বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। নিছক ভুল বোঝাবুঝি থেকে রিক্সাচালককে মাতাল অবস্থায় উত্তেজিত হয়ে সোহেল গুলি চালিয়েছিল।
×