ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৫

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৫

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন, মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে চারজন এবং কালিহাতীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় সিলেটে দুই শিশু, রাজশাহীতে যুবক ও শিশু, ঝালকাঠিতে দুই মোটরসাইকেল আরোহী, পাবনার বেড়ায় করিমন যাত্রী, গোপালগঞ্জে মোটরসাইকেল চালক, মুন্সীগঞ্জের শ্রীনগরে পথচারী, নীলফামারীতে শিশু, সাভারের আশুলিয়ায় এক বৃদ্ধ, ফরিদপুরে কৃষক, ঝিনাইদহে পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং কুমিল্লায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার ও শনিবার দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরের ইচাইল এলাকায় শনিবার সকাল সাতটার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩০ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো কুড়িগ্রামের উলিপুরের মমিনুল ইসলামের স্ত্রী সালমা বেগম (২৫), গোড়াইপিয়ার গ্রামের আমিনুর ইসলামের ছেলে বায়েজিদ (৭), রাজারহাট উপজেলা সদরের কাজল রায়ের ছেলে তিতাস চন্দ্র রায় (১১), টাকিরপসারতালুক গ্রামের সুমন চন্দ্র মোহন্ত (৩২) ও তার স্ত্রী মিনিত্রা (২৮)।খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। পুলিশ ও আহত যাত্রীরা জানান, শনিবার সকাল সাতটার দিকে কুড়িগ্রামের নাজিমখান থেকে ঢাকাগামী জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী ইটভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী মারা যান। খবর পেয়ে মির্জাপুরের ফায়ার সার্ভিস, মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পথে সুমন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিতাস ও মিনিত্রা মারা যান। দুর্ঘটনায় আহত মকবুল হোসেন ও আজিজাসহ অনেকেই জানান, চালক ঘুমে ঝিমিয়ে ঝিমিয়ে গাড়ি চালিয়েছে। এছাড়া সে শুরু থেকেই বেপরোয়াভাবে গাড়ি চালায়। দুর্ঘটনা কবলিত বাসচালক শহিদ জানান, আগে সে ট্রাক চালাত। এক মাস ধরে ঢাকায় বাস চালায়। ঈদের জন্য আউট সিরিয়ালে কুড়িগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে। এদিকে হতাহতদের আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। তিনি জানান, নিহতদের লাশ বাড়ি পর্যন্ত পৌঁছানোর খরচ বাবদ ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেয়া হবে। হাসপাতালের পরিচালক ডাঃ দুলাল চন্দ্র পোদ্দার জানান, আহতদের উন্নত চিকিৎসা দিতে তাঁরা সর্বাত্মক চেষ্টা করেছেন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই আরিফুল ইসলাম জানান, বাসের চালককে হাসপাতালে নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুরের নরকোনা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার লাভলু তরফদার জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস মধুপুরে নরকোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় ২৫ জন। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, গাইবান্ধা থেকে ঢাকাগামী দুই মোটরসাইকেল আরোহী সকাল সাড়ে আটটার দিকে কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তৌহিদ হোসেন (৩০) নিহত হন। তিনি গাইবান্ধার আনিয়ারজান গ্রামের বেলাল হোসেনের ছেলে। মোটরসাইকেলের অপর আরোহী আহত মোখলেছুর রহমান দীপ্তকে (২৮) টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। নিহত মোখলেছুর গাইবান্ধার ফুলছড়ির ভাঙ্গামোড় এলাকার লুৎফর রহমানের ছেলে। রাজশাহী ॥ রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে শোভন (২৫) নামে এক যুবক ও অটোরিক্সা উল্টে হাসান (১৪) নামের এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাজশাহী নগরীর বহরমপুর রেল ক্রসিং ও সপুরা এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। রাজশাহী জিআরপি পুলিশ জানায়, সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী স্টেশন অভিমুখে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন রেলক্রসিং পার হওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন শোভন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সা উল্টে কিশোর চালক হাসানের মৃত্যু হয়েছে। হাসানের পিতা শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে অটোরিক্সাটি নষ্ট হয়ে গেলে স্থানীয় গ্যারেজে মেরামতের কাজ শেষে ট্রায়াল দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিক্সায় চাপা পড়ে সে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। সিলেট অফিস ॥ সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের কায়স্থ গ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশু নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখী বাসটি কায়স্থ গ্রামে এসে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিহত দুই শিশু গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা (১০) ও তনিমা (৬)। ঘটনার পর হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে দুই শিশুর মৃত্যু হয়। ঝালকাঠি ॥ বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী সজীব (১৮) ও খলিল (৩৫) নিহত হয়েছেন। শনিবার বিকেল চারটায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ॥ ফরিদপুরে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন কৃষক জয়নাল শেখ (৫৮)। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মল্লিকপুর বাজারে ডিজেল কিনতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। বেড়া ॥ পাবনার বেড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (৩০) নামে এক করিমন যাত্রী নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত ইব্রাহিম বেড়ার রাকসা-সাফুল্লা গ্রামের লস্কর মোল্লার ছেলে। শনিবার দুপুর ২টার দিকে কাজিরহাট-পাবনা মহাসড়কের আমিনপুর কলেজগেট এলাকায় ডুয়েস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মিনিবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় মিনিবাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। গুরুতর আহতরা হলেন- রুবিনা (৩৮), কামরুল (৩৫), রোকেয়া (৫৫), লায়েল মিয়া (৫০), সাহিদা (৫৫), নূরজাহান (২০) ও হাসিনুর (২০)। এ ছাড়া শুক্রবার রাত আটটার দিকে নগরবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা সিএনজি চালিত একটি অটোরিক্সা কাশীনাথপুরের শিবপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি ও করিমন চালকসহ উভয় পরিবহনের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ইব্রাহিম মারা যান। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সোহেল মোল্লা (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকালে কাশিয়ানীর রাজপাট-মুকসুদপুর সড়কের শালবরাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে বাসচাপায় পথচারী শুকুর আলী (৭০) নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উমপাড়া বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। উত্তেজিত জনতা ঢাকা-মাওয়া মহাসড়কের এই পয়েন্টে অবরোধ সৃষ্টি করে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বিঘিœত হয়। পাঁচটি বাস ভাংচুর করে বিক্ষুব্ধরা। এতে রাস্তার দুদিকে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ঈদের পর ঢাকামুখী দক্ষিণাঞ্চলের ২১ জেলার কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়ে। সাভার ॥ শনিবার সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ‘পল্লীবিদ্যুত’ বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি মুন্সীগঞ্জে। কয়েক দিন আগে সিরাজুল পল্লীবিদ্যুত এলাকায় তার মেয়ের বাসায় বেড়াতে আসেন। শনিবার সকালে তিনি বাইপাইল থেকে মাছ কিনে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ‘নাবিল’ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নীলফামারী ॥ ব্যাটারিচালিত ভ্যান উল্টে অনামিকা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে ডিমলার খালিশা চাপানি ইউনিয়নের চারঘরি চাপানি গ্রামে। নিহত শিশুটি ব্যাটারিচালিত ভ্যানচালক আনোয়ার হোসেনের মেয়ে। কুমিল্লা ॥ কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় আবদুল বারিক (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল বারিক মোটরসাইকেল-যোগে কুমিল্লা শহর থেকে কালাকচুয়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী রূপালী খাতুন (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে পুলিশের এসআই স্বামী হামিদুল ইসলাম (৪০) ও তার মেয়ে হালিমা খাতুন (৪)। শনিবার সন্ধ্যায় শৈলকুপার গাড়াগঞ্জ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল জানান, এসআই হামিদুল ইসলাম মোটরসাইকেলযোগে তার স্ত্রী রূপালী খাতুন ও মেয়ে হালিমা খাতুনকে নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। তিনি সড়কের গাড়াগঞ্জ বাজারের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপালী খাতুন মারা যান। এসআই হামিদুল ইসলাম পুলিশের চট্টগ্রাম মেট্রোপলিটনে কর্মরত বলে তিনি জানান। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সান্দিয়ারা গ্রামে।
×