ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিকেট নেই ট্রেন-বাসের

প্রকাশিত: ০৪:২৮, ১৮ সেপ্টেম্বর ২০১৬

টিকেট নেই ট্রেন-বাসের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঈদের ছুটি শেষে এবার কর্মস্থলমুখী মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। বাস ও ট্রেনের ছাদে করে জীবনের ঝুঁকি নিয়েই মানুষ ফিরছেন কর্মস্থলে। বাস ও ট্রেনের টিকেট না পেয়ে বাধ্য হয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়েই ছুটছেন কর্মস্থলে। রাজশাহী রেলস্টেশন ও বাস টার্মিনালে এখন মানুষের ভিড়। এরা সবাই কর্মস্থলের যাত্রী। আগাম টিকেট আগেই শেষ হওয়ায় ফিরতি পথে দুর্ভোগ বেড়েছে। এ সুযোগে বাস কিংবা ট্রেনের ছাদে উঠেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঈদ-উল-আযহার ছুটি শেষে এখন কর্মস্থলে ফেরার পালা শুরু হয়েছে। শনিবার সকাল থেকে সবচেয়ে বেশি মানুষের স্রোত দেখা গেছে রাজশাহী রেলওয়ে স্টেশনে ও বাস টার্মিনালে। রবিবার অফিস ধরতে হবে তাই শনিবার সকাল থেকেই মানুষের স্রোত নামে বিভিন্ন যানবাহনের কাছে। যে যেমনভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়েই পাড়ি দিচ্ছেন গন্তব্যে। অনেকে দ্বিগুণ ভাড়া দিয়েও সিট পাচ্ছেন না। উপায় না দেখে বাস-ট্রেনের ছাদেই উঠে যাচ্ছেন। এবার ঈদের আগেই ফিরতি টিকেটের হাহাকার ছিল। ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকেট বিক্রি হয় গত ৬ থেকে ১০ সেপ্টেম্বর। টিকেট দেয়া হয় ১৫ থেকে ১৯ সেপ্টেম্বরের। ৬ সেপ্টেম্বর দেয়া হয় ১৫ সেপ্টেম্বরের ফিরতি টিকেট। ৭ সেপ্টেম্বর দেয়া হয় ১৬ সেপ্টেম্বরের, ৮ সেপ্টেম্বর দেয়া হয় ১৭ সেপ্টেম্বরের, ৯ সেপ্টেম্বর দেয়া হয় ১৮ সেপ্টেম্বরের টিকেট। তবে সিন্ডিকেটের কারসাজিতে আগাম টিকেট বিক্রির আগেই উধাও হয়ে যায়। নির্ধারিত দিনে টিকেটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলেও বিক্রি শুরুর পরপরই ট্রেন ও বাসের কাউন্টার থেকে বলা হয় টিকেট শেষ হয়ে গেছে। তাই ঈদের পরে কর্মস্থলে ফেরার পথে জীবনের ঝুঁকি নিচ্ছেন অনেকে। অনেকে বাধ্য হয়ে লোকাল বাসে গাদাগাদি করে যাচ্ছেন নিজের গন্তব্যে। জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদেও ভ্রমণ করতে হচ্ছে তাদের। অভিযোগ রয়েছে, ট্রেনের পাশাপাশি বাসের অগ্রিম টিকেট ছাড়ার সঙ্গে সঙ্গে কাউন্টার থেকে টিকেট কেটে রাখে রেলওয়ে ও বাসের কতিপয় অসাধু কর্মচারী। এসি, নন-এসি টিকেটের তালিকা তৈরি করা হয় আগেই। ফলে বিক্রি শুরুর পর অল্প সময়ের মধ্যেই টিকেট শেষ হয়ে যায়। এখন বেশি দামে সেগুলো বিক্রি করা হচ্ছে কালোবাজারির মাধ্যমে। রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান বলেন, এবারের ঈদে কালোবাজারি ও অসাধু চক্র ঠেকাতে তাদের বিশেষ ব্যবস্থা ছিল। এবার কালোবাজারিরা সুযোগ পায়নি। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরাসরি বাসের টিকেটও মিলছে না। বাধ্য হয়ে লোকাল বাসে কর্মস্থলে ফিরছেন অনেকে। এতে আন্তঃজেলা রুটে চলাচলকারী বাসগুলোতেও গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এসব বাসের প্রতিটির ছাদে করে নারী-পুরুষ পাড়ি দিচ্ছেন গন্তব্যে।
×