ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে হারানো কঠিন ॥ বাটলার

প্রকাশিত: ০৬:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশকে হারানো কঠিন ॥ বাটলার

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ ৬ বছর আগে বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ওই বছরই শেষদিকে ইংল্যান্ড সফর করে বাংলাদেশ দলও। এর মধ্যে দু’দলের মধ্যে আর কোন সিরিজ অনুষ্ঠিত হয়নি। ২০১০ এর পর আবারও বাংলাদেশে আসছে ইংলিশরা আগামী ৩০ সেপ্টেম্বর। মাঝে আর মাত্র দুইবার শুধু ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দু’দল। ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে সেই লড়াইয়ে বিজয়ী ছিল বাংলাদেশ। এবারের সফরে নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান ছাড়াও দুয়েকজন থাকছেন না। তরুণ জস বাটলার দলকে নেতৃত্ব দেবেন ওয়ানডে সিরিজে। তিনি মনে করছেন বাংলাদেশের বিপক্ষে তাদেরই মাটিতে মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং হবে ইংল্যান্ডের জন্য। ক্রমোন্নতির পথে থাকা বাংলাদেশের বিপক্ষে খেলা কঠিন হবে বলেই মনে করছেন বাটলার। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত একটি দলে পরিণত হয়েছে বাংলাদেশ। বিশেষ করে গত বছর দেশের মাটিতে ওয়ানডে সিরিজে শক্তিশালী পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের মাটিতে প্রচ- শক্তিধর দল হিসেবেই প্রমাণ দিয়েছে টাইগাররা। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডের সপ্তম দল হিসেবে অবস্থান করে নিয়েছে বাংলাদেশ। এ বছরও ঘরের মাটিতে হওয়া টি২০ এশিয়া কাপ ফাইনাল খেলে নিজেদের ক্ষুদ্র ফরমেটের ক্রিকেটে ভয়ঙ্কর হিসেবে নিজেদের উপস্থাপন করেছে মাশরাফি বিন মর্তুজার দল। অথচ ৬ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা ইংল্যান্ড দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক মরগান। নতুন দায়িত্ব নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে আছেন বাটলার। তিনি বলেন, ‘আমি এখন শুধু সেখানে পৌঁছে নিজেদের থিতু করার চিন্তায় আছি। এরপর ক্রিকেট নিয়ে কথা হবে। তবে বাংলাদেশ একটি উদীয়মান শক্তিধর দল। তারা চমৎকার কিছু ক্রিকেটার পেতে শুরু করেছে। নিজেদের মাঠে তাদের পেছনে সত্যিই প্রবল সমর্থনও থাকবে। ঘরোয়া পরিবেশে তাদের ফলাফলই জানিয়ে দিচ্ছে আমাদের পক্ষে তাদের হারানো কতটা কঠিন। কিন্তু অবশ্যই এটা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ।’ ২০১০ সালে বাংলাদেশ সফরে ৩-০ ব্যবধানে এবং সে বছরের শেষে ইংল্যান্ড সফরে গিয়ে ত্রিদেশীয় ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজে ৩ ম্যাচ খেলে দুই পরাজয়ের বিপরীতে একটি জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে ২ উইকেটে এবং ২০১৫ বিশ্বকাপে এ্যাডেলেইডে ১৫ রানে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। সর্বশেষ দুই মোকাবেলাতেই জয়ী হয়েছে টাইগাররা। এছাড়া আর পরস্পরের দেখা হয়নি কোন ফরমেটেই। এসব নিয়ে অবশ্য ভাবছেন না বাটলার। তিনি বলেন, ‘আমি এই ইংল্যান্ড দলে খেলতে ভালবাসি। গত ১৮ মাস ধরে এর অংশ হিসেবে থাকতে পারাটা বিশাল ব্যাপার। এ কারণে এখন দলকে নেতৃত্ব দেয়ার বিষয়টি নিয়ে আমি বেশ মুখিয়ে আছি। আমরা যদি বাংলাদেশে গিয়ে ভাল করতে পারি সেটা আমি মনে করি অবশ্যই ওয়ানডে ক্রিকেটে আমরা চমৎকার একটা বড় পদক্ষেপ নিতে পেরেছি।’
×