ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজারে এলো আইফোন সেভেন

প্রকাশিত: ০৫:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০১৬

বাজারে এলো আইফোন সেভেন

আইফোন সেভেন বাজারে এনেছে এ্যাপল। শুক্রবার একযোগে ২৮টি দেশে এটি লঞ্চ করার সঙ্গে সঙ্গে এ্যাপল ফ্যানদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাওয়া গেছে। যেমনটা ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি সংখ্যক ক্রেতা রাতভর লাইন দিয়ে সেটটি কিনেছেন। এ্যাপলের প্রতিটি ভার্সন বাজারে আসার সঙ্গে সঙ্গে ক্রেতারা যেভাবে তা লুফে নেয় এবারও তার ব্যতিক্রম হয়নি। ধারণা করা হচ্ছে, আইফোন সেভেন কিনতে সবচেয়ে বেশি সংখ্যক ক্রেতা লাইনে দাঁড়িয়েছেন। ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় অনেক বড় বড় শহরের শোরুম থেকে এ্যাপল ভক্তদের বিফল মনোরথ হয়ে ফিরে যেতে হয়েছে। যেমন লন্ডনের কভেন্ট গার্ডেনের এ্যাপল স্টোর শেষ পর্যন্ত ক্রেতাদের বলে যে, চাহিদার তুলনায় ফোন সেট সরবরাহ কম হওয়ায় সব কাস্টোমারের চাহিদা পূরণ করা যাচ্ছে না। অন্যদিকে যারা সেটি কিনতে পেরেছে তাদের আনন্দের যেন সীমা ছিল না। বেশিরভাগ বিক্রি হয়েছে অনলাইনে প্রিঅর্ডারের মাধ্যমে। তাই ক্রেতাদের লাইন ধরে দাঁড়ানোর কোন প্রয়োজন ছিল না। তা সত্ত্বেও এ্যাপলের একনিষ্ঠ ফ্যানদের যেন আর তর সইছিল না। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চীনে। সাংহাইয়ের ২৮ বছর বয়সী ক্রেতা উ টিং জানাচ্ছিলেন, তিনি মনে করেছিলেন আইফোন সেভেন কেনার জন্য তেমন ভিড় হবে না, তাই তিনি নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে আউটলেটে হাজির হয়েছিলেন। কিন্তু গিয়ে দেখেন অবস্থা ভিন্ন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে আকাক্সিক্ষত সেটটি তাকে পেতে হয়েছে। এর আগে ২০১৪ সালে এ্যাপল আইফোন সিক্স লঞ্চ করেছিল। -টেলিগ্রাফ
×