ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দীর্ঘ যানজট কাওড়াকান্দি ঘাটে

প্রকাশিত: ০৫:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০১৬

দীর্ঘ যানজট কাওড়াকান্দি ঘাটে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ সেপ্টেম্বর ॥ ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ছুটছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। শুক্রবার ভোর থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে জেলার শিবচর কাওড়াকান্দি ঘাটে। ভোর থেকেই স্পিডবোট, লঞ্চ ও ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেককেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকেট কেটে লঞ্চ ও স্পিডবোটে চড়তে দেখা গেছে। বাড়তি যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে কাওড়াকান্দি ঘাটে। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের শিবচরের বাখরেরকান্দি থেকে বাইপাস সড়কে নেমে এক কিলোমিটার হেঁটে কাওড়াকান্দি ঘাটে পৌঁছতে হচ্ছে। অন্যদিকে স্পিডবোটের কাউন্টারে বসে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ঘাট এলাকায় আগের মতোই দালালদের দৌরাত্ম্য রয়েছে। সিরিয়ালের নামে ঈদ বখশিশ আদায় করা হচ্ছে পরিবহন চালকদের কাছ থেকে। ঘাটের সকল অনিয়মই এখন নিয়মে পরিণত হয়েছে। এসব যারা দেখাশোনা করবেন অনিয়মগুলো তাদের সামনে হলেও তারা এড়িয়ে যাচ্ছেন। কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক মোঃ সালাম মিয়া বলেন, ‘কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ৮৩টি লঞ্চ, দেড় শতাধিক স্পিডবোট ও ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে যাত্রীদের সুবিধার্থে বন্ধ রয়েছে ট্রাক পারাপার। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে ঘাটে যাত্রী হয়রানি বন্ধে র‌্যাব, পুলিশ, ডিবি পুলিশ, আনসার ব্যাটালিয়নসহ একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।’
×