ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিহত এক, ক্রুসহ আহত ৪

সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশিত: ০৫:৪০, ১৭ সেপ্টেম্বর ২০১৬

সাকিবকে নামিয়ে ফেরার পথে কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের উখিয়া ইনানী রেজু ব্রিজ সংলগ্ন এলাকার বীচে পর্যটকবাহী একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন ক্রুসহ আরও চারজন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তাঁর পরিবার। বিধ্বস্ত হেলিকপ্টারটি মেঘনা এ্যাভিয়েশন নামে একটি প্রাইভেট কোম্পানির বলে জানা গেছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে ইনানীতে পাঁচ তারকা মানের হোটেলে পৌঁছে দিয়ে ফেরার পথে শুক্রবার সকাল দশটায় উখিয়ার উপকূলীয় জালিয়াপালংয়ের উত্তর সোনারপাড়া ঘাটঘর এলাকার রেজু খালে ঘটেছে এ ঘটনা। বিধ্বস্ত হেলিকপ্টারটি সৈকতে ভাসমান অবস্থা থেকে উদ্ধারের চেষ্টা চলছে। কিছু যন্ত্রাংশ এলাকাবাসীর সহায়তায় দুপুরে উদ্ধার করেছে বিজিবি জওয়ানরা। নিহত শাহ আলমের পরিবারের সদস্যরাও মরদেহ বুঝে নিতে কক্সবাজারে পৌঁছেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি ইনানী সৈকত হয়ে ঘুরে যাওয়ার পথে রেজু এলাকায় ব্রিজ সংলগ্ন জায়গায় পৌঁছে হঠাৎ সাগরে পড়ে যায়। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন বিজিবির সহায়তায় আহতদের হাসপাতালে প্রেরণ ও কপ্টারের কিছু ভগ্নাংশ উদ্ধার করে। কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জনকণ্ঠকে জানিয়েছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে ইনানীর একটি হোটেলে (ফাইভ স্টার হোটেল সী-পাল) নামিয়ে দিয়ে ফেরার পথে জেলার উখিয়া রেজু খালে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি। তবে ভাগ্যক্রমে বেঁচে গেলেন ক্রিকেটার সাকিব। কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হেলিকপ্টারটি বহন করছিল তাঁকে। তাকে নামিয়ে দেয়ার পর এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, সাকিব আল হাসান একটি বিজ্ঞাপনী সংস্থার কাজে কক্সবাজারে অবস্থান করছিলেন। তাকে শুক্রবার সকালে ইনানীতে ওই হেলিকপ্টারে করে নিয়ে যায়। তিনি ও তার সহকর্মীরা সুস্থ আছেন এবং নিরাপদে ইনানী অবস্থান করছেন। শুক্রবার সাকিব আল হাসানকে ইনানীর একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী হেলিকপ্টার। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন। অল্পের জন্য সতীর্থ প্রাণে বেঁচে ফেরায় সর্বশক্তিমান আল্লাহর কাছে শোকরিয়া জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ‘সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ, যখন তোমার জন্য ১৭ কোটি মানুষের দোয়া থাকবে তখন এমনটি হবে শুনে খুবই ভাল লাগছে যে সাকিব নিরাপদ এবং সুস্থ আছে। কিন্তু যে ব্যক্তি তার জীবন হারিয়েছেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। চলুন তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি’। কক্সবাজারের উখিয়ার ইনানীতে রেজু খালে মেঘনা গ্রুপের মেঘনা এ্যাভিয়েশন নামে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় স্ত্রী উম্মে আহমেদ শিশির ও একমাত্র কন্যা আলাইনা হাসান অর্বিসহ অল্পের জন্য রক্ষা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। বর্তমানে সাকিব আল হাসান তার স্ত্রী সন্তানকে নিয়ে কক্সবাজারের ইনানী পাথুরে বীচ এলাকার ফাইভ স্টার হোটেল সী-পাল-এ রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ দুর্ঘটনায় তিনজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে বিজিবি। বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধারের চেষ্টা চলছে। উখিয়া থানার ওসি আবুল খায়ের বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন। ঘটনা ঘটেছে যেভাবে ॥ প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা। মেরিন ড্রাইভের লাগোয়া পশ্চিমে একটি ছোট্ট হেলিকপ্টার সমুদ্রের ঢেউরের সঙ্গে প্রায় ছোঁ- ছোঁ অবস্থায় উড়ছিল। হঠাৎ কোন কিছু বুঝে ওঠার আগেই হয়ত সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আছড়ে উপকূলের চরে বিকট শব্দে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পড়ে। শব্দ শুনে স্থানীয় লোকজন ও সোনারপাড়া রেজু ব্রিজ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দায়িত্বরত বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন সাগরের নোনাজলে নেমে বিধ্বস্ত হেলিকপ্টারের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় পর্যটক যাত্রী হেলিকপ্টারের পাইলট উইং কমান্ডার মুহাম্মদ শফিকুর রহমান, যাত্রী শাহ্ আলম, সাগর, শরিফুলকে উদ্ধার করে নিয়ে আসে। তৎক্ষণিক উদ্ধারকৃতদের কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন নিহত হন। নিহত শাহ আলম (৪০) ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। সরেজমিনে ঘটনাস্থলে দেখা গেছে, মেঘনা এ্যাভিয়েশনের মালিকানাধীন মেঘনা গ্রুপ-আর ৬৬, এস২-এআইবি, ছোট ধরনের হেলিকপ্টারটি দুমড়েমুচড়ে সাগরের মোহনায় পড়ে আছে। সকালে ঘটনার খবর পেয়ে উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল মালেক মিয়া, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, ওসি আবুল খায়ের ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বিজিবি, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমানবাহিনীর উর্ধতন কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উখিয়া থানার ওসি সাতক্ষীরা জেলার শাহ আলম নামে এক যাত্রীর মৃত্যুর কথা নিশ্চিত করেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হই এবং উদ্ধার তৎপরতার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।
×