ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার জেলায় ৫ খুন

প্রকাশিত: ০৪:১০, ১৭ সেপ্টেম্বর ২০১৬

চার জেলায় ৫ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশাল, চট্টগ্রামের ফটিকছড়ি, কুমিল্লা ও কিশোরগঞ্জে পৃথক ঘটনায় পাঁচজন খুন হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল ॥ ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রবিউল হাওলাদার (২১) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বন্দরে। রবিউল বাটমারা ইউনিয়নের তয়কাটুমচর গ্রামের বজলুর রহমান হাওলাদারের পুত্র। এ সময় শরিফুল ইসলাম (২০) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে। বাটামারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে সেলিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে টুমচর ও সেলিমপুরের যুবকদের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বিষয়টি মীমাংসার জন্য সেলিমপুর বাজারে স্থান নির্ধারণ করা হয়। ঘটনার সময় টুমচর এলাকার লোকজন বন্দরে আসামাত্রই সেলিমপুরের লোকজন ধাওয়া করে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই রবিউল হাওলাদার নিহত ও শরিফুল গুরুতর আহত হয়। এদিকে পূর্বশত্রুতার জের ধরে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠি গ্রামের এক মুক্তিযোদ্ধার পুত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের পিতা মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান হাওলাদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পুত্র রায়হান (২০) মৃত্যুবরণ করে। তিনি আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের রাজীব, কামাল, নাসির ও মেহেদীসহ তাদের সহযোগীরা সোমবার বাড়ি থেকে রায়হানকে ফোনে ডেকে নিয়ে যায়। এরপর তারা পিটিয়ে গুরুতর আহত করে রায়হানকে রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে ফেলে রাখে। ফটিকছড়ি ॥ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় অপ্রকৃতিস্থ সন্তানের কোদালের আঘাতে মৃত্যু হয়েছে পিতার। নিহতের নাম মোঃ মুসা (৬০)। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে মেখল এলাকার ইদ্রিস মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অপ্রকৃতিস্থ কিশোর সন্তান সাইফুল ইসলাম রাগের মাথায় কোদাল দিয়ে আঘাত করে পিতা মুসার মাথায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুমিল্লা ॥ চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা নাছির উদ্দিন মোঃ শাহজাহান। বৃহস্পতিবার রাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের তালগ্রাম মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই বাড়ির মৃত আবদুল করিম ওরফে ধনু মিয়ার পুত্র। তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির চলাচলের রাস্তার জায়গা নিয়ে শাহজাহানের সাথে চাচাত ভাই আবুল কাশেমের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে বাগবিত-া হয়। এ সময় আবুল কাশেমের ছেলে ও নিহত শাহজাহানের ভাতিজা বখাটে সায়েম প্রকাশ সাইম্মা (২৬) তার চাচা শাহজাহানের (৬৪) বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। কিশোরগঞ্জ ॥ হাওড় অধ্যুষিত মিঠামইনে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে শিমুল মিয়া (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কাটাখাল ইউনিয়নের হাশিমপুর সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার হাশিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ওবায়দুল্লাহর (২৫) সঙ্গে একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শিমুল মিয়ার কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওবায়দুল্লাহ বল্লম দিয়ে শিমুলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে কিশোরগঞ্জের পল্লীতে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে থানা পুলিশ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের গদারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে।
×