ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫ লাশ উদ্ধার

দম্পতি ও কলেজছাত্রসহ তিন দিনে ১০ খুন

প্রকাশিত: ০৪:০৩, ১৬ সেপ্টেম্বর ২০১৬

দম্পতি ও কলেজছাত্রসহ তিন দিনে ১০ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনে বিভিন্ন জেলায় স্বামী-স্ত্রী ও কলেজছাত্রসহ খুন হয়েছে ১০ জন। একই সময় পুলিশ উদ্ধার করেছে পাঁচ লাশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : খুলনা ॥ তেরখাদা উপজেলার ইখড়ী গ্রামে স্বামী খশরুল আলম মোল্লা ওরফে খায়রুল (৪০) এবং তার স্ত্রী হাফিজা বেগমকে (৩০) শ্বাসরুদ্ধ ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন রাতে তাদের খুন করা হয়। পরের দিন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ এলাকার পাশাপাশি দুটি পুকুর থেকে গলায় রশি ও ওড়না বাঁধা অবস্থায় তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের কামাল, আরজ আলী ওরফে রসুল ও মোস্তফাকে গ্রেফতার করেছে। এদিকে বুধবার দুপুরে পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে হাফিজা বেগম এবং তার স্বামী খসরুলের হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বেলা ১১টায় তেরখাদা থানার সামনে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানান, ঈদের দিন রাতে ইখড়ী গ্রামের উত্তরপাড়ার কথিত ম্যাগনেট (পিলার) ব্যবসায়ী আরজ আলী, কামাল ও তরিকুলের কাছে পাওনা টাকা আনার জন্য খশরুল ও হাফিজার যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী রাত ৮টার দিকে তারা বাড়ি থেকে বের হন। পরে তারা আর বাড়ি ফিরে আসেননি। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন ফাতেমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে। গত মঙ্গলবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় ঘটে এ হত্যাকা-ের ঘটনা। নিহত ফাতেমা বেগম পাড়াগাঁও এলাকার রওশন আলীর মেয়ে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা রওশন আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, ঘাতক স্বামী শফিকুল ইসলাম, দেবর নজরুল ইসলাম ও শাশুড়ি মাসুদা বেগম। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শরীয়তপুর ॥ বৃহস্পতিবার সকালে শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগরের গয়ঘর দক্ষিণ কেবলনগর গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে আলী হোসেন বকতার (৬৫) নিহত হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। স্থানীয় ও পালং মডেল থানা সূত্রে জানা গেছে, একই গ্রামের কাশেম বকতার ও হারুন বকতার গংরা এলাকায় পল্লী বিদ্যুত সংযোগ দেয়ার কথা বলে শতাধিক লোকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে উত্তোলন করে। কিছু লোকের বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া হলেও নিহত আলী হোসেন বকতারের বাড়িসহ অনেক বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া হয় নাই। এ নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলী হোসেন বকতারের সঙ্গে কাশেম বকতার ও হারুন বকতার গংদের কথা কাটাকাটি ও বাগবিত-া হয়। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ সৃষ্টি হয়। এতে আলী হোসেন বকতার মাথায় লাঠির আঘাতে গুরুতর আহত হয় এবং তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। লক্ষ্মীপুর ॥ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোসেন আহমদ শাওন (১৮) নামে কলেজ ছাত্র খুন হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের অবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। শাওন লক্ষ্মীপুর সরকারী কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছে। সে স্থানীয় রাধাপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শী শাওনের খালাত ভাই লোটাস জানান, সোহেল, পরান, শাকিলসহ ৫/৬ জনের সঙ্গে আমাদের পূর্ব শত্রুতা (জায়গা জমি নিয়ে বিরোধ) চলে আসছে। তারা বিকেলে আমাদের ঘরে এসে আমাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ সময় আমার খালাত ভাই শাওন বাধা দিলে তারা তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। বগুড়া ॥ ঈদের রাতে শহরের করোনেশন স্কুলের সামনে নামাজগড় সড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুল জলিল (৪৫) নামে রিক্সাচালক খুন হয়েছে। সে ঢাকায় রিক্সা চালাত। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে সে বাড়ি ফিরছিল। পুলিশ জানায়, আব্দুল জলিল ঢাকায় রিক্সা চালাত। ঈদের দিনেও সে ঢাকায় কাজ করে বাড়ির উদ্দেশে রওনা হয়। তার বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পিরাপাঠ এলাকায়। রাত ৩টার দিকে সে বাস থেকে নেমে বাড়ি যাচ্ছিল। তার সঙ্গে আরও তিন দিনমজুর ছিল। পথে করোনেশন স্কুলের সামনে কয়েক ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায় এবং টাকাসহ মোবাইল ফোন ছিনতাই করে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জলিল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সে মারা যায়। সিলেট ॥ মামলার সাক্ষী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার ভোরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আখতার মিয়া (৪০) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে। নিহতের বড় ভাই মনতু মিয়া জানান, আদালতে দায়েরকৃত মামলার সাক্ষী হওয়াতে প্রতিপক্ষ পাশের বাড়ির সুমন মিয়ার নেতৃত্বে শফিক, ময়নুল, সাহাব উদ্দিন, আনহার, আফছারসহ ৮/১০ সন্ত্রাসী বুধবার সন্ধ্যায় তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আখতার মিয়া ও তার ভাই কালা মিয়া, মামাত ভাই মছকন্দর আলি। স্থানীয়রা আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আখতার মারা যান। সাভার ॥ যাত্রীবাহী বাসের ভিতর থেকে টিপু (১৪) নামে কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পটুয়াখালী জেলার বাউফল থানার হাসনাবাদ গ্রামের জাকির সরদারের ছেলে। মঙ্গলবার ঈদের দিন রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গে-া এলাকার ‘পদ্মা’ পেট্রোল পাম্প থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন রাতে গে-া এলাকার ‘পদ্মা’ পেট্রোল পাম্পে গুলিস্তান থেকে আশুলিয়ার জিরানাী চলাচলরত ‘গ্রামীণ সেবা’ পরিবহনের যাত্রীবাহী বাসের ভিতরে রডের সঙ্গে গামছা দিয়ে ঝুলানো অবস্থায় ওই বাসের হেলপার টিপুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ যাত্রীবাহী বাসসহ ওই বাসের মালিক শাহিন মিয়া, কন্ট্রাক্টার জালাল ও আরেক হেলপার আব্দুল বাতেনকে আটক করে। পটিয়া ॥ জঙ্গলখাইন ও আজিমপুর এলাকা থেকে পুলিশ দুই যুবকের লাশ উদ্ধার করেছে। তার মধ্যে একজনের পরিচয় মেলেনি। অন্যজন হলেন, কচুয়াই ইউনিয়নের আজিমপুর গ্রামের স্বপন কান্তি দে’র ছেলে রানা দে (২৩)। রানার লাশ সোমবার দুপুরে তার বসতঘর থেকে উদ্ধার করে। অপরদিকে অজ্ঞাতনামা অন্য যুবকের লাশ ঈদ-উল-আযহার দিন সকালে পুকুর থেকে পুলিশ উদ্ধার করেছে। হবিগঞ্জ ॥ দু’হাত কাটা অবস্থায় হবিগঞ্জের ভাটি উপজেলা বানিয়াচঙ্গ-ঈদগাহ সড়ক সংলগ্ন খাল থেকে এরশাদ মিয়া নামে দর্জি ব্যবসায়ীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সংশ্লিষ্ট গ্রামে জাতু কর্ণপাড়ার বাসিন্দা কিম্মত আলীর ছেলে। পুলিশের ধারণা, এরশাদকে হত্যার পর এই খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। নিহতের পরিবারের সদস্যরা জানায়, এরশাদ এক সপ্তাহ যাবত নিখোঁজ ছিল। কুমিল্লা ॥ এক প্রবাসী ও এক ব্যবসায়ীরসহ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঈদের দিনে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এবং বুধবার তিতাস ও হোমনা থানা পুলিশ এসব লাশ উদ্ধার করে। সংশ্লিষ্ট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোমনা উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের আবদুল মতিনের ছেলে শরিফুল ইসলামের সঙ্গে কয়েক বছর পূর্বে পাশর্^বর্তী মুরাদনগর উপজেলার মীর্জানগর গ্রামের অহিদ মেম্বারের মেয়ে সোনিয়া আক্তারের বিয়ে হয়। এরই মধ্যে শরিফ পরকীয়ায় জড়িয়ে পড়লে সোনিয়া তার স্বামীকে বাধা দেয়। এর জের ধরে গত সোমবার রাতে শরিফ তার স্ত্রী সোনিয়াকে (২৫) পিটিয়ে শ^াসরোধ করে হত্যা করে। হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, এ ঘটনায় সোনিয়ার বাবা বাদী হয়ে সাত জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া হোমনা উপজেলা সদরের একটি ভবনের ফ্ল্যাট থেকে সফিকুল ইসলাম (৪৫) নামে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। এদিকে তিতাস উপজেলার কালাইগুবিন্দপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে অটোচালক বিল্লাল হোসেনের (৩০) অর্ধগলিত লাশ বুধবার দুপুরে পার্শ্ববর্তী গাজীপুর উত্তর পাড়া গ্রামের ডোবা থেকে উদ্ধার করা হয়। গত রবিবার দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী শোকন বাদী হয়ে তিতাস থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে সদর দক্ষিণ উপজেলার নেওরা বাজারে আবদুল গণি (৩৮) নামে ব্যবসায়ীকে গত সোমবার রাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে ওই উপজেলার মোস্তফাপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।
×