ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে জঙ্গীবিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৩, ১৬ সেপ্টেম্বর ২০১৬

সিরাজদিখানে জঙ্গীবিরোধী বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জঙ্গীবাদ ও মাদক দমনে সামাজিকভাবে প্রতিরোধের অংশ হিসেবে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদ মার্কেট ও মালখানগর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মালখানগর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মালখানগর ইউনিয়ন পরিষদ ও বাজার এলাকায় মালখানগর ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আশরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ প্রধান অতিথি ছিলেন। জঙ্গীবাদ ও মাদক দমনে সামাজিকভাবে প্রতিরোধে অংশগ্রহণ করেন এলাকার যুবসমাজ, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ সকল শ্রেণীর জনগণ। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সামসুল হক, মালখানগর ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান সোহেল, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মৃধা, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মাসুদ খান, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল করিম প্রমুখ। কাজিপুর স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, বুধবার সকালে কাজিপুর উপজেলার বরইতলা গ্রামের সড়কজুড়ে জঙ্গীবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ‘মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বরইতলা গ্রামে জঙ্গীবাদের কোন স্থান নেই’ এ সেøাগানকে সামনে রেখে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচীতে গ্রামের নারী-পুরুষ শিশু-কিশোররাও অংশ নেন। স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বরইতলা এসএবি আয়োজনে গ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রামের সর্বস্তরের জনগণকে নিয়ে জঙ্গীবাদ প্রতিরোধের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এতে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, বরইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খোকা, স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব বরইতলার সভাপতি ইঞ্জিনিয়ার ইমরুল মহসিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক সেলিম রেজা, তাজুল ইসলাম, সোহেল রানা, আব্দুল মমিন, রাসেল ও স্থানীয় মসজিদের ইমাম মোজাফ্ফর হোসেন প্রমুখ। চিকিৎসকের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর খুলশী এলাকায় একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী চিকিৎসক। শিরিন ফাতেমা (৫৭) নামের এ চিকিৎসক চট্টগ্রাম বন্দর হাসপাতালে কর্মরত ছিলেন। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, খুলশী থানার ৬ নম্বর সড়কের একটি ৮তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন শিরিন ফাতেমা। তিনি ওই ভবনের স্বামীর সঙ্গে বসবাস করতেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় শিরিন ফাতেমার ভাই একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, চিকিৎসক শিরিন ফাতেমা মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্বামী ফারুক উর রশীদ এবং দুই কন্যাও চিকিৎসক। তন্মধ্যে এক কন্যা লন্ডনে এবং আরেকজন চট্টগ্রামের রয়েল হাসপাতালে কর্মরত রয়েছেন। তার এক পুত্র থাকেন ব্যাঙ্ককে। শিক্ষক লাঞ্ছিত ॥ ফের স্মারকলিপি নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৫ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের পটিয়া পৌর সদরের পশ্চিম পটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা ইয়াছমিনকে লাঞ্ছিত করায় বিএনপি নেতা মুহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটি স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপুর কাছে এই স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী কবির আহমদ, এসএমসি কমিটির সহ-সভাপতি গোফরানা রানা, পিটিএ কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, এসএমসি কমিটির সদস্য আবু মুহাম্মদ হাবিব উল্লাহ, সদস্য গাজী মোঃ লোকমান। এদিকে, একই দিন দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ বিদ্যালয় পরিদর্শন করে লাঞ্ছিত করার বিষয়ে খোঁজখবর নেন এবং শীঘ্রই ইব্রাহিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
×