ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনার রেকর্ড ছাড়িয়ে গেলেন হামসিক

জুভেন্টাসেও সৌরভ ছড়াচ্ছেন হিগুয়াইন

প্রকাশিত: ০৬:২০, ১২ সেপ্টেম্বর ২০১৬

জুভেন্টাসেও সৌরভ ছড়াচ্ছেন হিগুয়াইন

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে নেপোলির হয়ে আলো ছড়িয়ে ছিলেন গঞ্জালো হিগুয়াইন। যে কারণে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়েই তাকে দলে টেনে আনে জুভেন্টাস। তবে ইতালিয়ান সিরি এ লীগের বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতেও উড়ছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তার জোড়া গোলের সৌজন্যেই সিরি এ লীগে সাসসুয়োলোকে বড় ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। নিজেদের মাঠে শনিবার ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল ৩-১ গোলে রীতিমতো উড়িয়েই দেয় তুলনামূলক খর্ব শক্তির দল সাসসুয়োলোকে। ডি বক্সের ভেতর থেকে নেয়া গড়ানো শটে ম্যাচের চতুর্থ মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে দেন গঞ্জালো হিগুয়াইন। তার ৫ মিনিট পর অসাধারণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন ইতালির ফুটবলে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে এ মৌসুমেই নেপোলি থেকে জুভেন্টাসে যোগ দেয়া এই ফরোয়ার্ড। নেপোলির হয়ে গত মৌসুমে সিরি এ লীগে রেকর্ড ৩৬ গোল করেছিলেন হিগুয়াইন। যা এক মৌসুমে ইতালির ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের রেকর্ড। চলতি মৌসুমে লীগে ফিওরেন্টিনার বিপক্ষে জুভেন্টাসের ২-১ ব্যবধানের জয়সূচক গোলটি করেছিলেন হিগুয়াইন। শনিবার জোড়া গোল করায় বর্তমানে তার গোল সংখ্যা ৩। তবে ম্যাচের ২৭তম মিনিটে সাসসুয়োলোর জালে আবারও বল জড়ান মিরালেম পিয়ানিচ। কিন্তু এর ৬ মিনিট পর অবশ্য সান্ত¡নার একটি গোল শোধ করে সাসসুয়োলো। গোলটি আসে এ্যান্টির পা থেকে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোন দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে না পারলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিরি এ লীগে গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করা জুভেন্টাস। এই জয়ের ফলে মৌসুমের প্রথম ৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। তাদের পরেই অবস্থান নেপোলির। তিন ম্যাচ খেলে দুই জয় ও একটিতে ড্র করায় তাদের পয়েন্ট ৭। শনিবার নেপোলি ৩-০ গোলে হারায় পালের্মোকে। আর এই ম্যাচ দিয়েই নতুন এক মাইলফলক স্পর্শ করেন নেপোলির স্ট্রাইকার মারেক হামসিক। এদিন পালের্মোর বিপক্ষে ক্লাব ক্যারিয়ারের ৮২তম গোল করেন। আর তাতেই ছাড়িয়ে যান ডিয়েগো ম্যারাডোনার ৮১ গোলের রেকর্ডকে। আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ১৯৮৪-১৯৯১ সালে ১৮৮ ম্যাচ খেলে এই গোল করেছিলেন। ম্যারাডোনার এই রেকর্ড ভেঙ্গে দারুণ রোমাঞ্চিত সেøাভাকিয়ান স্ট্রাইকার হামসিক। তবে তার চেয়েও বেশি তৃপ্ত দলের জয়ে, ‘৮২ গোল করে আমি খুবই আনন্দিত। তবে তার চেয়েও বেশি খুশি দলের জয়ে।’
×